ভালো সিজিপিএ অর্জনের সেরা কিছু কৌশল!

ভালো সিজিপিএ অর্জনের সেরা কিছু কৌশল!

কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল। সামনেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। অনেক শিক্ষার্থীই তাতে ভালো ফলাফল করে জায়গা করে নেবে মেধা তালিকায়। পা রাখবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। প্রতিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীই স্বপ্ন দেখে ভালো ফলাফল নিয়ে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার। ভালো ফলাফল বলতে আমরা যা বুঝি তা হলো ভালো সিজিপিএ অর্জন। চলুন, ডেইলি লাইভের আজকের পোস্টে জেনে নিই— বিশ্ববিদ্যালয়ে ভালো সিজিপিএ অর্জনের সেরা কিছু কৌশল!

ভালো সিজিপিএ অর্জনের সেরা কিছু কৌশল

পড়তে হবে প্রচুর

সিজিপিএ ভালো রাখতে হলে প্রচুর পড়তে হবে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় সাধারণত নির্দিষ্ট কোনো বই থাকে না। যেহেতু নির্দিষ্ট কোনো বই নেই, তাই সংশ্লিষ্ট বিষয়ের উপাত্ত ও তথ্যসমূহ জানতে হলে পড়তে হবে প্রচুর বই। আর এসব বই সম্পর্কে জানতে কোর্সের শিক্ষক, বিভাগের সিনিয়রদের সহায়তা নিতে পারেন। ইন্টারনেটেও পেয়ে যাবেন প্রচুর তথ্য, আর্টিকেল, ও বইয়ের তালিকা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতেও রাখতে হবে পদচারণা। দৈনিক নিয়ম করে কয়েক ঘণ্টা পড়াশোনা করুন। এই সময়টায় ফাঁকি দেওয়া চলবে না। মনে রাখতে হবে, যত বেশি পড়বেন, আপনার জ্ঞানভাণ্ডার তত বেশি সমৃদ্ধ হবে।

⏩ আরও পড়ুন: আমেরিকার সেরা পাঁচ বিশ্ববিদ্যালয়!

ক্লাসে মনোযোগ দিন

বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করতে চাইলে শুরু থেকেই ক্লাসে মনোযোগী হতে হবে। নিয়ম করে ক্লাস করলে প্রতিটি বিষয় বুঝতে অনেক বেশি সহজ হবে। পাশাপাশি নিয়মিত ক্লাসের ফলে আপনার পড়াশোনার গতি থাকবে মসৃণ। মনে রাখবেন, ভালো সিজিপিএ ধরে রাখতে হলে মনোযোগ দিয়ে ক্লাস করার কোনো বিকল্প নেই। তাই ক্লাসে ফাঁকি না দিয়ে নিয়ম করে ক্লাস করুন। সবসময় মাথায় রাখুন যে, ক্লাস মিস তো সিজিপিএ মিস!

স্টাডি প্ল্যান তৈরি করুন

পরীক্ষায় ভালো সিজিপিএ পেতে চাইলে শুধু ক্লাসে মনোযোগী হলেই চলবে না, ক্লাসের বাইরেও পড়তে হবে পর্যাপ্ত সময়। যা যা ক্লাসে পড়েছেন, বাসায় ফিরে তা-ই আবার নতুন করে পড়ে নিন। নতুন তথ্য, উপাত্ত জানার চেষ্টা করুন। এভাবে নিজেকে ভালোভাবে ঝালিয়ে নিলে পূর্ণ আত্মবিশ্বাস তৈরি হবে। আপনি হয়ে উঠবেন পরীক্ষার জন্যে আরও অনেক বেশি প্রস্তুত। তাই গুছিয়ে পড়াশোনা করার লক্ষ্যে রুটিন তৈরি করে সে অনুযায়ী পড়াশোনা করুন।

ক্লাস নোট তৈরি করুন

পরীক্ষায় ভালো ফলাফল কর‍তে চাইলে ক্লাস নোট তৈরি করুন নিয়ম করে। ক্লাসের ফাঁকে ফাঁকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো টুকে নিন চট করে। এজন্যে রাখতে পারেন বিষয়/কোর্স ভিত্তিক নোট খাতা। ক্লাসে নোট করার অভ্যাস আপনাকে দ্রুত লেখার অভ্যাসও গড়ে দেবে!

শিক্ষকদের সহায়তা নিন

ভালো সিজিপিএ অর্জন করতে চাইলে শিক্ষকদের সহায়তা নিতে ভুলবেন না! যেকোনো বিষয় বুঝতে সমস্যা হলে বা কোনো বিষয়ে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি থাকলে সংকোচ না করে শিক্ষকদের সহায়তা নিন। তাদের পরামর্শ অনুসরণ করে পড়া গুছিয়ে আনুন। মনে রাখবেন, শিক্ষকদের সাথে সঠিক ‘কমিউনিকেশন‘ আপনাকে সবসময় এক ধাপ এগিয়ে রাখবে।

নিয়মিত ক্লাস টেস্টে অংশ নিন

ভালো সিজিপিএ অর্জন করতে চাইলে নিয়মিত ক্লাস টেস্টে অংশ নেওয়ার কোনো বিকল্প নেই। ক্লাস টেস্টের মাধ্যমে সেমিস্টার পরীক্ষার আগে বিভিন্ন বিষয়ে প্রস্তুতি কেমন তা যাচাই করে নেওয়ার সুযোগ থাকে। পাশাপাশি প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই ক্লাস টেস্টের ওপর আলাদা নম্বর বরাদ্দ থাকে। তাই সিজিপিএ বাড়াতে ক্লাস টেস্ট ও টিউটোরিয়াল পরীক্ষাগুলোকেও বেশ গুরুত্বের সাথে নিতে হবে। অন্যথা সিজিপিএ কমে যাওয়ার আশঙ্কা কিন্তু থেকেই যায়!

⏩ আরও পড়ুন: পড়াশোনায় মনোযোগ বাড়ানোর টিপস!

ভালো সিজিপিএ’র গুরুত্ব

মনে রাখবেন, ভালো সিজিপিএ অর্জন আপনাকে এগিয়ে রাখবে কয়েক ধাপ। চাকরি জীবনে ও ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে সিজিপিএকে বেশ গুরুত্বের সাথেই দেখা হয়। যদিও সিজিপিএ-ই সবকিছু নয় বরং স্কিল বা দক্ষতাও সমানতালে জরুরি। তবুও বলা চলে যে, আমাদের দেশে এখনো চাকরিতে আবেদনের ক্ষেত্রে সিজিপিএ বেশ বড়ো একটি ‘ফ্যাক্টর’। আর তাই পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি ভালো সিজিপিএ অর্জনেও মনোযোগ দিতে হবে। আর আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান, তাহলে তো ভালো সিজিপিএ অর্জনের কোনো বিকল্পই নেই!

**********

প্রিয় পাঠক, এই ছিল— ভালো সিজিপিএ অর্জনের সেরা কিছু কৌশল! আশা করি, টিপসগুলো আপনাদের কাজে লাগবে। এগুলো ফলো করে আপনারা শিক্ষা জীবনে ভালো ফলাফল অর্জন করতে পারবেন। আজকের পোস্ট এই পর্যন্ত। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানান। এই ধরনের পোস্ট আরও পড়তে চাইলে ডেইলি লাইভ সাইটে চোখ রাখুন। ধন্যবাদ।

ভালো লাগলে শেয়ার করুন:

2 thoughts on “ভালো সিজিপিএ অর্জনের সেরা কিছু কৌশল!”

  1. আমার সিজির যে অবস্থা। এসব ট্রাই করে দেখা লাগবে।

মন্তব্য করুন:

Scroll to Top