আমেরিকার সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়

আমেরিকার সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়!

উন্নত দেশগুলোর তালিকা করলে আমেরিকার নাম থাকবে সবার ওপরে। আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো অবস্থিত। আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলি তাদের ব্যতিক্রমী অ্যাকাডেমিক প্রোগ্রাম, উদ্ভাবনী গবেষণা এবং বিশ্ব র‍্যাংকিংয়ের অবস্থানের কারণে বিখ্যাত। চলুন আজ জেনে নিই— আমেরিকার সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত।

আমেরিকার সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

১৬৩৬ সালে প্রতিষ্ঠিত, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন এবং বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোদ একটি। এই বিশ্ববিদ্যালয়টি ম্যাসাচুসেটসের ক্যামব্রিজে অবস্থিত এবং একটি বড়ো ক্যাম্পাস রয়েছে যার মূল অংশ ২০০ একরের বেশি জুড়ে বিস্তৃত। যা ক্যামব্রিজ ইয়ার্ড নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়টি তার বিশ্ব-বিখ্যাত হার্ভার্ড ল স্কুল এবং হার্ভার্ড বিজনেস স্কুলসহ দুর্দান্ত অ্যাকাডেমিক প্রোগ্রামগুলির জন্য পরিচিত। এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন সর্বমোট আট জন মার্কিন রাষ্ট্রপতি। এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা ১৮৮ জন বর্তমানে বিলিয়নিয়ার হিসেবে ধনকুবেরদের তালিকায় নাম করে নিয়েছেন। মোট ১৫৮ নোবেল বিজয়ী রয়েছেন যারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এই বিশ্ববিদ্যালয়টি আমেরিকার ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করেছে। প্রেসিডেন্ট জন এফ. কেনেডি, প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী।

⏩ আরও পড়ুন: পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্য!

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ব্যতিক্রমী গবেষণা কার্যক্রমের জন্যে বিশেষভাবে বিখ্যাত। বিশেষ করে প্রযুক্তি এবং প্রকৌশলের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে। ১৮৮৫ সালে লেল্যান্ড স্ট্যানফোর্ড দ্বারা প্রতিষ্ঠিত, বিশ্ববিদ্যালয়টি ৮০০০ একরেরও বেশি জায়গা জুড়ে অবস্থিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ৩০ জনেরও বেশি বিলিয়নিয়ার এবং ১৭ জন মহাকাশচারীসহ অসংখ্য উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র তৈরি করেছে। এর উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্রদের মধ্যে রয়েছে গুগল, ইয়াহু এবং হিউলেট-প্যাকার্ডের মতো প্রযুক্তির কিছু বড়ো টেক জায়ান্টের প্রতিষ্ঠাতা এবং সিইও।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, সাধারণত MIT নামে পরিচিত। এটি আমেরিকার ম্যাসাচুসেটস শহরের কেমব্রিজে অবস্থিত একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়। বলা হয়ে থাকে MIT তে ভর্তি হওয়ার পরীক্ষা ও প্রক্রিয়াই সমগ্র যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে কঠিনতম। এই বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত (STEM) এর ব্যতিক্রমী প্রোগ্রামগুলির জন্যে বিশেষভাবে পরিচিত। ১৮৬১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী গবেষক তৈরির জন্যে বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে। এমআইটি ৯৬ জন নোবেল বিজয়ী, ২৬ টিউরিং পুরস্কার বিজয়ী এবং আটজন রাষ্ট্রপতিসহ অসংখ্য উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র তৈরি করেছে। এর উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্রদের মধ্যে রয়েছে ড্রপবক্স এবং কোয়ালকমের মতো প্রযুক্তি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতাদের নাম।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক)

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়। সংক্ষেপে এটি ক্যালটেক নামে পরিচিত। এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান ক্যালিফোর্নিয়ার পাসাডেনাতে। বিজ্ঞান ও প্রকৌশল, এবং উন্নতমানের গবেষণার জন্যে এই বিশ্ববিদ্যালয়টি আমেরিকা তো বটেই, সমগ্র বিশ্বেই সমাদৃত ও পরিচিত। ১৮৯১ সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ক্যালটেক ৩৮ জন নোবেল বিজয়ী, ছয়জন টিউরিং পুরস্কার বিজয়ী এবং দুইজন ফিল্ড মেডেলিস্ট সহ অসংখ্য উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র তৈরি করেছে। এর উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্রদের মধ্যে রয়েছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

⏩ আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় : দেশের প্রথম উচ্চশিক্ষার বিদ্যাপীঠ!

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়

আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়টিও তার গবেষণা ও অ্যাকাডেমিক প্রোগ্রামের জন্যে বিশেষভাবে পরিচিত। বিশেষ করে আইন, সাংবাদিকতা এবং ব্যবসার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয়তা আকাশচুম্বী। ১৭৫৪ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী গবেষণার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে রয়েছেন তিনজন মার্কিন রাষ্ট্রপতি, ১০১ জন নোবেল বিজয়ী এবং ৩০ জন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী।

**********

প্রিয় পাঠক, এই ছিল— আমেরিকার সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তথ্য। আমেরিকার এই বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞানচর্চা, গবেষণা, অ্যাকাডেমিক প্রোগ্রামের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে থাকেন। এমনকি বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পান। তাই যারা আমেরিকায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী, তারা এসব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্যে আবেদন করতে পারেন।

ভালো লাগলে শেয়ার করুন:

2 thoughts on “আমেরিকার সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়!”

  1. হার্ভার্ডের নাম শুনেছিলাম শুধু। ধন্যবাদ।

মন্তব্য করুন:

Scroll to Top