কর্পোরেট চাকরিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ!

কর্পোরেট চাকরিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ!

কর্পোরেট চাকরি মূলত কর্পোরেশন চাকরি। কর্পোরেশন মানে হলো ব্যক্তিমালিকানাধীন বেসরকারি প্রতিষ্ঠান। তাই কর্পোরেট চাকরিতে প্রতিদিনই টিকে থাকার লড়াইয়ে সামিল হতে হয়। এ ধরনের চাকরি হলো প্রেশারের চাকরি। এই প্রেশার মাপার আবার একটা প্যারামিটার আছে। ধরুন, কর্পোরেট চাকরি করা লোক ঘুরছে ল্যান্ড ক্রুজার নিয়ে। তাহলে বুঝবেন, তার পেছনের সিট প্রচণ্ড গরম থাকে সবসময়। যার যত দামি গাড়ি, তার তত প্রেশার। কর্পোরেট চাকরিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। নইলে আপনি সেখানে টিকতে পারবেন না। আসুন তাহলে, ডেইলি লাইভের আজকের পোস্টে জানি— কর্পোরেট চাকরিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে বিস্তারিত।

কর্পোরেট চাকরিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ

নেটওয়ার্কিং

কর্পোরেট চাকরিতে নেটওয়ার্কিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যত বেশি মানুষের সাথে কানেক্ট থাকতে পারবেন, তত বেশি আপনি লাভবান হবেন। নেটওয়ার্কিং মানে এই না যে বেশি কথা বলা। আপনি কম কথা বলে যত বেশি কাজ আদায় করতে পারবেন সবার সাথে যোগাযোগের মাধ্যমে, সেটিই হলো কর্পোরেট নেটওয়ার্কিং। প্রোডাক্টিভিটি ছাড়া আপনার কমিউনিকেশনের কিন্তু কোনো মূল্য নেই। সহযোগিতা নেটওয়ার্কিং বাড়াতে সহায়তা করে। সোজা কথায় আপনি কারও জন্য কিছু করলে সেও আপনার জন্য করবে। সবাই হয়তো করবে না কিন্তু বেশিরভাগই করবে। তাই নেটওয়ার্কিং এ দক্ষতা বাড়ান।

⏩ আরও পড়ুন: ক্যারিয়ারের শুরুতে যে ভুলগুলো করবেন না!

স্পষ্ট থাকুন কাজের ক্ষেত্রে

অবশ্যই কাজের ক্ষেত্রে থাকবেন স্পষ্ট। সময়ের কাজ সময়ে শেষ করবেন। নিজের কাজ সম্পর্কে আপনার পরিষ্কার ধারনা থাকা লাগবে। টাস্ক নিয়ে কখনোই কম্প্রোমাইজ না। আপনি যদি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করেন, তাহলেই আপনি কর্পোরেট ফিল্ডে টিকে থাকতে পারবেন।

KYC and KYB সম্পর্কে যথার্থ ধারণা

কর্পোরেট জব করছেন কিন্তু KYC & KYB সম্পর্কে ধারনা নেই, তাহলে ঝামেলায় পড়বেন।
KYC = KNOWING YOUR CUSTOMER
KYB = KNOWING YOUR BOSS
কর্পোরেট লেভেলের জবে আপনার প্রথমেই টার্গেটেট কাস্টমার সম্পর্কে সম্পূর্ণ নলেজ থাকা লাগবে। আপনার Portfolio তখনই ভালো হবে যখন আপনার Customer related data থাকবে Strong. এরপরে আসে KYB বা বস সম্পর্কে আপনার যথাযথ ধারণা থাকা। সাধারণত বিষয়টা স্কিপ করা হয় যা খুব খারাপ। আপনার চাকরির সাফল্যের অনেকাংশই নির্ভর করে বস কে আপনি কতটুকু জানেন তার ওপর। বসের পার্সোনালিটি এবং ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার অবশ্যই স্পষ্ট ধারণা থাকতে হবে। সম্পর্ক ভালো থাকতে হবে। এগুলো ঠিক থাকলেই আপনি হতে পারবেন কর্পোরেট কিং!

Data analysis এ হোন Advanced

আপনি Management কিংবা Finance অথবা Marketing – যে সেক্টরেই কাজ করুন না কেন, Data Analysis এ আপনাকে অ্যাডভান্স হতেই হবে। এক্ষেত্রে এক্সেলটা আপনি ভালোভাবে শিখেন। শেখা মানে শুধু ডাটা এন্ট্রি না। শেখা অনেক বিশাল ডাটা সেটকে বিভিন্নভাবে প্রসেস করে কোম্পানির ডিসিশন মেকিং এর কাজে সহায়তা করতে পারাকেই বুঝাচ্ছি।

⏩ আরও পড়ুন: কর্মীর যে পাঁচটি কাজ বসকে খুশি করে!

সবার পরামর্শ শুনবেন মন দিয়ে

প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয়, অফিসের যে কারও পরামর্শই মন দিয়ে শুনবেন। কোনো ব্যক্তিকে আপনি পছন্দ না করলেও। দেখুন, সবার সাথে মিলে চলার মানসিকতা না থাকলে আপনি কর্পোরেট জবে টিকতে পারবেন না। তাও হালকা পাতলা সমস্যা হবে, তবে সেগুলো স্কিপ করে নিজের কাজে এবং ক্যারিয়ারে ফোকাস রাখতে হবে।

**********

তো প্রিয় পাঠক, এই ছিল— কর্পোরেট চাকরিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে বিস্তারিত। আশা করছি কর্পোরেট চাকরিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ , এই বিষয়ক আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আপনার যেকোনো ধরনের প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও নতুন নতুন পোস্ট পড়তে ডেইলি লাইভ এর সাথে থাকুন সবসময়। আপনার দিনটি শুভ হোক।

ভালো লাগলে শেয়ার করুন:

1 thought on “কর্পোরেট চাকরিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ!”

মন্তব্য করুন:

Scroll to Top