কানাডার সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়!

কানাডার সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়!

উচ্চশিক্ষার জন্যে অনেকেরই প্রথম পছন্দ কানাডা। বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও জায়গা করে নিয়েছে কানাডার কয়েকটি বিশ্ববিদ্যালয়। মূলত উন্নত জীবনব্যবস্থা, বিশ্বের টপ র‍্যাংকড বিশ্ববিদ্যালয়, স্থায়ী আবাসনের সহজ সুযোগ, স্কলারশিপ পাওয়ার সুযোগ, ইত্যাদি কারণে কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়তে যাওয়ার প্রবণতা দিনদিন বাড়ছে। চলুন আজ জেনে নিই— কানাডার সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত।

কানাডার সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়

ইউনিভার্সিটি অব টরন্টো

১৮২৭ সালের ১৫ মার্চ তারিখে টরন্টো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়টি কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো শহরের বুকে অবস্থান করছে। টরন্টো বিশ্ববিদ্যালয় একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এর সামগ্রিক খরচ বহন করে কানাডিয়ান সরকার। কানাডার পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে টরন্টো বিশ্ববিদ্যালয় অন্যতম। বিশ্ববিদ্যালয়টি ব্যাচেলর প্রোগ্রামের জন্য প্রায় ৭০০টি এবং মাস্টার্স বা তার সমমান প্রোগ্রামের জন্য কোর্স চালু করেছে প্রায় ২০০টি। বিশ্ববিদ্যালয়টিতে ৬০ হাজারেও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।

টরন্টো বিশ্ববিদ্যালয়ে যেসকল অনুষদ রয়েছে:

ফলিত বিজ্ঞান, বিজ্ঞান, কলা, দন্ত্য বিজ্ঞান, তথ্য ব্যবস্থাপনা, সঙ্গীত, আর্কিটেকচার, ল্যান্ডস্কেপ এবং ডিজাইন, শিক্ষা ও গবেষণা, মেডিসিন, নার্সিং, জনস্বাস্থ্য, আইন ও ফার্মাসি অনুষদ।

⏩ আরও পড়ুন: আমেরিকার সেরা পাঁচ বিশ্ববিদ্যালয়!

ইউনিভার্সিটি অব ম্যাকগিল

কানাডার আরেকটি জনপ্রিয় ও নামকরা বিশ্ববিদ্যালয় হলো ইউনিভার্সিটি অব ম্যাকগিল। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৮২১ সালে। ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কানাডার কুইবেক প্রদেশে মন্ট্রিয়াল নামক একটি শহরে অবস্থিত। কানাডার মধ্যে বিশ্ববিদ্যালয়টি র‍্যাংকিংয়ে ২য় স্থানে রয়েছে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষা গ্রহণ করতে কানাডা আসে। বিশ্ববিদ্যালয়টিতে ৪০০টির বেশি প্রোগ্রাম রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ১৫০টিরও বেশি দেশের মোট চল্লিশ হাজারেরও বেশি শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত আছে।

ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে যেসকল অনুষদ রয়েছে:

কলা, বিজ্ঞান, প্রকৌশল, আইন, দন্ত্য বিজ্ঞান, শিক্ষা, ঔষধ এবং স্বাস্থ্য বিজ্ঞান, সঙ্গীত, কৃষি ও পরিবেশ বিজ্ঞান, ধর্মীয় গবেষণা ও ব্যবস্থাপনা অনুষদ।

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া

এই বিশ্ববিদ্যালয়টি কানাডার ব্রিটিশ কলাম্বিয়া নামক স্থানে প্রতিষ্ঠা করা হয় ১৯০৮ সালে। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার মোট দুইটি ক্যাম্পাস রয়েছে। এই দুই ক্যাম্পাস মিলিয়ে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর, মাস্টার্স, এমফিল, পিএইচডি ও পোস্ট ডক্টরেট প্রোগ্রাম মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০ হাজার। প্রতিবছর হাজারো শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই বিশ্ববিদ্যালয়টিতে পড়তে আসে। এই বিশ্ববিদ্যালয়ের মোট ২২ শতাংশ শিক্ষার্থী কানাডা ব্যতিত অন্যান্য দেশের নাগরিক।

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় যেসকল অনুষদ রয়েছে:

ফলিত বিজ্ঞান, দন্ত্য বিজ্ঞান, কলা অনুষদ, শিক্ষা ও গবেষণা অনুষদ, ফরেস্ট্রি, মেডিসিন, বিজ্ঞান, সঙ্গীত, নার্সিং, ভূমি ও ভুগোল, এবং ফুড ম্যানেজমেন্ট অনুষদ।

ইউনিভার্সিটি অব আলবার্টা

ইউনিভার্সিটি অব আলবার্টা ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব আলবার্টা কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি এবং বিশ্বের নেতৃস্থানীয় সরকারি ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি কানাডার আলাদা দুইটি শহরে মোট পাঁচটি ক্যাম্পাস মিলিয়ে তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। স্নাতক প্রোগ্রামে প্রায় ২০০টি এবং মাস্টার্স প্রোগ্রামে প্রায় ৫০০টিরও বেশি কোর্স চালু করেছে বিশ্ববিদ্যালয়টি। আলবার্টা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা ৮০ হাজারের বেশি!

আলবার্টা বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ:

মানবিক, বিজ্ঞান, সৃজনশীল শিল্প, বিজনেস, ইঞ্জিনিয়ারিং এবং হেলথ এন্ড মেডিসিনসহ বেশকিছু অনুষদ রয়েছে এই বিশ্ববিদ্যালয়টিতে।

ইউনিভার্সিটি অব ম্যাকমাস্টার

ম্যাকমাস্টার ইউনিভার্সিটি কানাডার পুরাতন একটি বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয় ১৮৮৭ সালের ২৩ এপ্রিল। ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় কানাডার অন্টারিও প্রদেশের হ্যামিল্টন শহরে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি একটি সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটিও অনেক নামকরা একটি বিশ্ববিদ্যালয়। কানাডীয়দের পাশাপাশি অসংখ্য বিদেশি ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে।

ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে যেসকল অনুষদ রয়েছে:

কলা, বিজ্ঞান, ব্যবসা ও বাণিজ্য, প্রযুক্তি, প্রকৌশল, আন্ট্রোপোনারশিপ, কম্পিউটার বিজ্ঞান, হেলথ এন্ড মেডিসিন, বায়োমেডিকেল, নার্সিং এন্ড মিডওয়াইফারি, বিজ্ঞান/কাইনসিওলজি, রেডিওলজি ও সামাজিক বিজ্ঞান অনুষদ।

⏩ আরও পড়ুন: নার্সিং এ কেন পড়বেন?

যদি আপনার স্বপ্ন থাকে কানাডার এই বিশ্ববিদ্যালয়গুলোর কোনোটিতে পড়ার তাহলে আজই প্রস্তুতি নিন। নিজেকে প্রস্তুত করুন। তারপর স্কলারশিপ নিয়ে বা নিজ খরচে পড়তে যেতে পারেন উচ্চশিক্ষার জন্যে।

**********

প্রিয় পাঠক, এই ছিল— কানাডার সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তথ্য। আজকের পোস্ট এ পর্যন্ত। পোস্টটি ভালো লাগলে পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানান। এই ধরনের পোস্ট আরও পড়তে চাইলে ডেইলি লাইভ সাইটে চোখ রাখুন। আপনার দিনটি শুভ হোক।

ভালো লাগলে শেয়ার করুন:

2 thoughts on “কানাডার সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়!”

  1. কানাডার বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। বেশ ভালো লেখা।

মন্তব্য করুন:

Scroll to Top