একটা মেসেজ কিংবা কমেন্ট আমরা প্রায়শ পাই আপনাদের কাছ থেকে; সেটা হলো— ভাই আমি ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে চাই! কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করব বা শিখব? তো, ডেইলি লাইভের আজকের পোস্টে আমরা আপনাদের এই প্রশ্নের উত্তর গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যারা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান, নতুন যারা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান, পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। চলুন শুরু করা যাক।
ফ্রিল্যান্সিং করে আয় করতে চাই : কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করব বা শিখব?
ওপরের প্রশ্নটির উত্তর হলো— প্রথমত, ফ্রিল্যান্সিং আসলে কোনো কাজ না! এটা শুধুমাত্র একটা টার্ম যা স্বাধীন কিংবা মুক্ত পেশাকে বুঝাতে ব্যবহার করা হয়ে থাকে! আর এই ফ্রিল্যান্সিং এর ধরন কিংবা প্রকারভেদের কোনো অভাব নেই। আপনি চাইলে, যেকোনো টপিকেই ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন, হোক সেটা অনলাইন কিংবা অফলাইন যেকোনো জায়গায়!
কিন্তু, আপনি যদি টাকার চিন্তায় মানে ইন্সট্যান্ট ইনকাম জেনেরেট করার জন্য ফিল্যান্সিং করতে চান; অর্থাৎ আপনার যদি ইন্সট্যান্ট ক্যাশ টাকা লাগে, তাহলে অনলাইন জগতে না এসে অফলাইনে ফ্রিল্যান্সিং করাটাই আপনার জন্য ব্যাটার! কারণ, অনলাইনে ফ্রিল্যান্সিং করতে আসলে, আপনাকে শুরুতে যেকোনো একটা বিষয়ে স্কিল ডেভেলপ করতে হবে, প্রপারলি কাজ শিখতে হবে! আর এই স্কিল ডেভেলপমেন্ট ১ দিনে কিংবা ১ সপ্তাহে ধুমধাম হয়ে যায় না! অন্যদিকে নিজের রিকশা নিজে চালানো, নিজের চায়ের দোকান নিজে চালানো, এসবও কিন্তু টার্ম অনুযায়ী ফ্রিল্যান্সিং এবং এগুলা থেকে প্রতিদিনই আউটপুট হিসেবে কাঁচা টাকা আসে!
⏩ আরও পড়ুন: অনলাইন শপিং করার টিপস!
তো যা বলছিলাম, আপনার যদি আইটি তথা অনলাইন সেক্টরে কোনো স্পেশ্যাল স্কিল না থাকে, তাহলে অমনি হুট করে একদিন অনলাইনে এসে বলতে পারবেন না যে, ভাই আমি ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে চাই! অনলাইনে কাজ / ফ্রিল্যান্সিং করতে আগ্রহী হলে, প্রথমেই মাথার মধ্যে থেকে টাকার চিন্তা একেবারে ডিলেট করে দিতে হবে! তারপর একটা টপিক কিংবা সেক্টর খুঁজে বের করতে হবে কাজ করার জন্য, যেটা আপনার সবচেয়ে বেশি পছন্দ, যেটা করে আপনি মজা পাবেন, মানসিক আত্মতৃপ্তি পাবেন! হতে পারে সেটা এসইও, ফেসবুক মার্কেটিং, ওয়েব ডিজাইন-ডেভেলপমেন্ট, ব্লগিং, কন্টেন্ট মেকিং কিংবা গ্রাফিক্স ডিজাইন; যেকোনো কিছুই!
পছন্দের টপিক / সেক্টর খুঁজে পেয়ে গেলে, এরপর সেটাতে স্কিল ডেভেলপ করার জন্য, আপনার জান-প্রাণ সব লাগিয়ে দিন! দিনের পর দিন, মাসের পর মাস খরচ করুন, শিখতে-জানতে-স্কিল ডেভেলপ করতে! যখন আপনি বুঝতে পারবেন— আপনি এখন স্কিলড, নিজেকে অ্যাসেট হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছেন, প্র্যাকটিক্যালি সেই কাজ করার মতো নলেজ গেইন করেছেন, তখন মার্কেটপ্লেসে নিজেকে প্রকাশ করুন, কাজ শুরু করুন! তখন আর টাকার চিন্তা করতে হবে না আপনার, টাকা আপনা-আপনি নিজে থেকেই আপনার কাছে আসতে থাকবে!
⏩ আরও পড়ুন: মেয়েদের ঘরে বসে রোজগারের সেরা ৫টি উপায়!
আবার যদি এমন হয় যে, আপনি অফলাইনের কোনো বিষয়ে স্কিলড, এখন সেটা দিয়ে অনলাইনে ফ্রিল্যান্সিং করতে চান, সেক্ষেত্রে আমরা আপনাকে প্রয়োজনীয় সাহায্য করতে পারব! আপনি আমাদের কমেন্ট করে বলবেন, আপনি অফলাইনে কোনো বিষয়ে দক্ষ! আমরা আপনার সেই স্কিল নিয়ে ঘাঁটাঘুটি করব। এরপর, আপনাকে সেই বিষয়ে অনলাইনে ফ্রিল্যান্সিং করার প্রসেস, মার্কেটপ্লেস, কাজের ক্ষেত্র, ইত্যাদি সব দেখিয়ে দেবো!
তো, লেখাটা শেষ করার আগে আবারও রিপিট করছি- অনলাইনে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চাইলে, টাকা ইনকামের চিন্তা মাথা থেকে একেবারে বাদ দিয়ে, জাস্ট ফোকাস অন স্কিল ডেভেলপমেন্ট!
[যারা ফ্রিল্যান্সিং বিষয়ে বিভিন্ন টিপস এন্ড ট্রিকস পেতে চান; গুগল – ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন বিষয়ের ওপর ফ্রি কোর্স – ফ্রি রিসোর্সগুলো পেতে চান, তারা ‘ডিজিটাল মার্কেটিং কমিউনিটি‘ এই গ্রুপে যুক্ত হতে পারেন।]
⏩ আরও পড়ুন: নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে কী কী করবেন!
প্রিয় পাঠক, আমাদের আজকের পোস্ট এই পর্যন্ত! আরও কিছু জানার থাকলে কমেন্টে প্রশ্ন করতে পারেন! পোস্টটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের আরও পোস্ট পড়তে, ডেইলি লাইভের সাথে যুক্ত থাকুন।
ফ্রিল্যান্সিং শুরু করতে বেশ কাজে দেবে লেখাগুলো।