ক্যারিয়ারের শুরুতে যে ভুলগুলো করবেন না!

ক্যারিয়ারের শুরুতে যে ভুলগুলো করবেন না!

ক্যারিয়ার শুরু হওয়ার সময়টা গুরুত্বপূর্ণ। এসময় ক্যারিয়ার কীভাবে গড়া যায় তা নিয়ে আমাদের ভাবা উচিত। কিন্তু এই সময়টাতে আমরা অনেক ভুল করি এবং পরে আফসোস করি। তাই আসুন, ক্যারিয়ারের শুরুতে যে ভুলগুলো করবেন না সেগুলো জেনে নেওয়া যাক।

ক্যারিয়ারের শুরুতে যে ভুলগুলো করবেন না

ভালো নেটওয়ার্কিং বা যোগাযোগ না রাখা

ক্যারিয়ারের শুরুতে নেটওয়ার্ক তৈরি না করার ভুলটা অনেকেই করে থাকেন। নেটওয়ার্ক কিংবা যোগাযোগ তৈরি করতে হবে যে সেক্টরে আপনি ভবিষ্যতে কাজ করতে চান এবং নিজের ক্যারিয়ার গড়তে চান। আপনার চাকরি পেতে এটি সাহায্য করবে। বাছাইকৃত ক্যারিয়ারে দীর্ঘ পথচলাতেও আপনার সহায়ক হবে এটি। তো এরকম মানুষদের সাথে যোগাযোগের উপায়গুলো জেনে নেওয়া যাক।

  • তাদের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করা।
  • সোশ্যাল মিডিয়াতে তাদের ফলো করে রাখতে পারেন। এতে উনাদের অ্যাক্টিভিটিজ সম্পর্কে আপনি জানলেন।
  • মোটামুটি পরিচিত সবার সাথেই টাচে থাকা। এতে করে সুবিধা হবে আপনার। অনেক রেফারেন্স পেয়ে যাবেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার সেক্টরের সিনিয়র মানুষদের সাথে যোগাযোগের জন্য।

নতুন কিছু শেখার আগ্রহ না থাকা

শেখার কোনো শেষ নেই। ক্যারিয়ারের শুরুতে নতুন কিছু শেখার আগ্রহের কমতি একটি বড়ো ভুল। আপনাকে প্রতিদিন শিখতে হবে। নইলে পিছিয়ে পড়বেন চাকরির বাজারে।

⏩ আরও পড়ুন: সিজিপিএ কম থাকার পরেও ভালো চাকরি পাবেন যেভাবে!

ক্যারিয়ারের শুরুতে চাকরির প্রতি অনীহা

অল্প বেতনের চাকরি করে কী হবে অথবা লোকে কী বলবে ধরনের চিন্তা মাথায় আসে ক্যারিয়ারের শুরুর দিকে। ক্যারিয়ারের শুরুতে আপনার সেক্টর সম্পর্কিত সব যেকোনো জবই করা শুরু করুন। মনে রাখবেন, ক্যারিয়ারের শুরুর সময়টা শেখার সময়। অর্থ উপার্জনের নয়। এই চাকরির অভিজ্ঞতা আপনার কাজে লাগবে। ইদানীং অনলাইনে কাজ করেও মানুষ লক্ষাধিক টাকা আয় করছে।

দ্রুত চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা

ক্যারিয়ারের শুরুতে অনেকেই এটি করে থাকেন। করে বিপদে পড়েন। এটি কখনোই করবেন না। নতুন একটি চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত কখনোই আগের চাকরি ছাড়বেন না। মনে রাখবেন, উপদেশ কিংবা জ্ঞান সবাই দেয়, কিন্তু টাকা সবাই দেবে না।

সঞ্চয়ে উদাসীনতা

অর্থ সঞ্চয়ে উদাসীনতার ভুল করবেন না। যাই পারেন জমাবেন। আর হ্যাঁ, টাকা হাতে আসলে খরচ করার পরে জমানোর চিন্তা বাদ দেবেন; এভাবে কখনো অর্থ সঞ্চয় হয় না। আগে মাসের মোটামুটি খরচ হিসেব করে আলাদা রেখে বাকি টাকা জমিয়ে রাখবেন মাসের শুরুতেই। নতুবা মাসের শেষে দেখবেন জমানোর মতো টাকাই নেই। উল্টো ধার-দেনা করতে হচ্ছে।

⏩ আরও পড়ুন: মেয়েদের ঘরে বসে রোজগারের সেরা কিছু উপায়!

ছোটো ছোটো কাজগুলোতে সফল হতে চেষ্টা না করা

ছোটো ছোটো লক্ষ্য অর্জনে সচেষ্ট হোন। এটা আপনার সারাজীবনের পাথেয়। ক্যারিয়ারের শুরু থেকে এটায় নজর দিন। ধরুন আপনি সকালে উঠতে পারেন না। এখন ঠিক করলেন, সকাল ৬টায় উঠবেন আর রাত ১০ টায় ঘুমাবেন। বেশ কিছুদিন পারবেন না। কিন্তু সপ্তাহখানেক পরে দেখবেন ঠিকই পারছেন। এটি আপনার সাফল্য। এভাবে একদিন দেখবেন, অনেক বড়ো লক্ষ্য অর্জন করতে পারবেন।

নিজেকে ছোটো ভাবা

নিজেকে ছোটো ভাবা কখনোই উচিত নয়। এটি করবেন না। নিজেকে নিজেই অবমূল্যায়ন করলে কেউই আপনাকে গুরুত্ব দেবে না। মন ছোটো করবেন না। আপনি কোনো অংশে কম নন এটি আপনাকে সর্বদা মাথায় রাখতে হবে।

নিজেকে সবজান্তা ভাবা

নিজেকে ছোটো ভাবা যেমন খারাপ তেমনি নিজেকে একটা কিছু মনে করা আরও বেশি খারাপ। শিখতে তখনই পারবেন যখন শেখার আগ্রহ আপনার থাকবে। শেখার আগ্রহ তৈরি হয় ‘আমি কম জানি’ এই ভাবনা থেকে। শেখার আর শিক্ষার কোনো বয়স নেই এবং শেষ নেই, এটা মাথায় রাখবেন।

⏩ আরও পড়ুন: সরকারি চাকরি পেতে চাইলে করণীয়!

সিনিয়রদের প্রতি অসম্মান

সিনিয়র বা বয়োজ্যেষ্ঠদের প্রতি কখনোই অসম্মান করবেন না। ক্যারিয়ারে কখনোই সফল হতে পারবেন না এমনটা করলে। ক্যারিয়ারের শুরুতে কোনো চাকরিতে থাকলে সেখানে আপনার অনেক জুনিয়র আপনার চেয়ে বড়ো পদে থাকতে পারে। সেক্ষেত্রে তাদের সম্মান দিতে হবে। বয়োজ্যেষ্ঠ মানে বয়সে শুধু বয়সে বড়ো নয়, অভিজ্ঞতা, পদ এসবে বড়োও কিন্তু বড়ো।

নিজের সাথে প্রতিযোগিতা না করা

সহকর্মী নয় বরং প্রতিযোগিতা করবেন নিজের সাথে। বেতন বাড়ানো কিংবা কারও আগে যাওয়ার প্রতিযোগিতা করলে ক্যারিয়ার গঠনের মূল লক্ষ্য থেকে ছিটকে পড়বেন। তাই প্রতিযোগিতা করুন নিজের সাথে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার!

**********

প্রিয় পাঠক, ক্যারিয়ারের শুরুতে যে ভুলগুলো করবেন না বা করা যাবে না সেগুলো হয়তো বুঝতে পেরেছেন। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত রাখুন আমাদের কমেন্টবক্সে। এই ধরনের পোস্ট আরও পড়তে ডেইলি লাইভ এর সাথে থাকুন। আপনার দিনটি শুভ হোক।

ভালো লাগলে শেয়ার করুন:

1 thought on “ক্যারিয়ারের শুরুতে যে ভুলগুলো করবেন না!”

মন্তব্য করুন:

Scroll to Top