দরিয়া ই নুর | মোহাম্মদ নাজিম উদ্দিন | পাঠ প্রতিক্রিয়া: আবু বকর সাঈম
মোহাম্মদ নাজিম উদ্দিন বাংলা থ্রিলারের জগতে অতি পরিচিত এক নাম। অনেকের মতে তিনি বাংলা থ্রিলারের মুকুটহীন সম্রাটও। বেগ বাস্টার্ড সিরিজ, রবীন্দ্রনাথ সিরিজ থেকে শুরু করে তার প্রায় সব কয়টা বই পাঠকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। হালের ওটিটি প্ল্যাটফর্মে লেখকের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ভিজ্যুয়ালও। এবারের অমর একুশে বইমেলা ২০২৩ এ বাজারে এসেছে লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের নতুন বই ‘দরিয়া ই নুর’। আমাদের আজকের আলোচনা মূলত এই বইকে নিয়েই। চলুন শুরু করা যাক।
দরিয়া ই নুর : একটি বৈঠকী থ্রিলার
লেখকের মতে ‘দরিয়া ই নুর’ মূলত একটি বৈঠকী থ্রিলার। অর্থাৎ চাইলে এক বৈঠকে / বসাতেই পড়ে ফেলা যাবে গল্পের বাঁকে বাঁকে থ্রিল নিয়ে এগিয়ে যাওয়া এই বইটি। ছোটো কলেবরের এই বইটি নিয়ে পাঠক মহলে আলোচনাও হয়েছে প্রচুর। সেই ধারাবাহিকতায় চেষ্টা করছি বইটির ব্যক্তিগত পাঠ পর্যালোচনা জানাতে।
⏩ আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি যেভাবে নেবেন!
১৫ বছর আগের এক ডাকাতি ও খুনের অভিযোগ মাথায় নিয়ে জেল খেটেছেন মির্জা আশেক। সদ্যই জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। পুরান ঢাকায় বড়ো হওয়া আশেক ফিরতে চাইছেন স্বাভাবিক জীবনে, সেজন্য অর্থের তো বিকল্প নেই। সেকারণেই এক সময়ের বিশ্বস্ত বন্ধু ও অপরাধের সঙ্গী পাভেলকে নিয়ে প্ল্যান করলেন আরেকটা অপরাধের। এবারের পরিকল্পনা বেশ নিঁখুত আর বিশাল অঙ্কের, তবে ব্যাপারটা কঠিন। ব্যাংকের ভল্ট থেকে ‘দরিয়া ই নুর’ নামের কয়েক শতাব্দীর পুরোনো এক হিরা চুরি করার পরিকল্পনা!
আগেরবার ডাকাতিতে সফল হলেও ধরে পড়ে গিয়েছিলেন মির্জা আশেক। শিকার হয়েছিলেন কাছের মানুষদের প্রতারণার। এবারের পরিকল্পনায় কি সফল হবে মির্জা আশেক, নাকি আবারও ধরা পড়ে জেলে যেতে হবে তার? নাকি হিরা চুরি করবেই না দীর্ঘদিন জেল খেটে বের হওয়া এই আসামী? এসব জানতে চাইলে পড়তে হবে বইটি।
বইটিতে মির্জা আশেক প্রধান চরিত্র হলেও চার্লি, রোজি, আর্জুমান্দ, পাভেল এবং দুদুমাস্টারের চরিত্রগুলো লেখক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। গল্পের ফাঁকে টুকরো টুকরো গল্পের মতো তুলে এনেছেন না দেখা ঢাকার পুরোনো ইতিহাস। উপন্যাসে উঠে এসেছে ভালোবাসা, বন্ধুত্ব, প্রতারণা আর বিশ্বাসের মিশ্রণে গল্প।
দরিয়া ই নুরের প্লট, গল্প বলার ধরন, প্রচ্ছদ বেশ সুন্দর। বইটির গল্প বিশ্লেষণ করে রিভিউ লিখতে গেলে স্পয়লার চলে আসার সম্ভাবনা থেকে যায়, তাই কেবল ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়াই জানিয়েছি।
সবশেষে, বইটি মূলত হালকা মেজাজের একটি বই। চাইলে এক বসায় পড়ে ফেলা যায়। গল্পে দারুণ কিছু টুইস্ট রয়েছে, যা বইয়ের প্রথম থেকেই পাঠককে আকৃষ্ট করে রাখবে। ঝরঝরে মেদহীন থ্রিলার পছন্দ করেন, এমন পাঠকদের জন্য বেশ ভালো একটি বই হতে পারে ‘দরিয়া ই নুর’। তবে অনেক বেশি প্রত্যাশা নিয়ে বইটি হাতে নেওয়া উচিত হবে না।
⏩ আরও পড়ুন: হুমায়ূন আহমেদের সেরা পাঁচটি উপন্যাস!
এক নজরে
বই: দরিয়া ই নুর
লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন
প্রকাশনী: বাতিঘর
প্রকাশকাল: ২০২৩ বইমেলা
পৃষ্ঠা সংখ্যা: ১১২
প্রচ্ছদ: ডিলান
মুদ্রিত মূল্য: ২০০ ৳
ব্যক্তিগত রেটিং: ৩.৫/৫
**********
প্রিয় পাঠক, এই ছিল— ‘দরিয়া ই নুর’ থ্রিলার বইটি সম্পর্কে বিস্তারিত! বইটি সম্পর্কে জেনে ভালো লাগলে পড়তে পারেন। বই পড়ুন, বইয়ের সাথে থাকুন, আলোকিত মানুষ হোন। আজকের পোস্ট এই পর্যন্ত। লেখাটি ভালো লাগলে পরিচিত বইপড়ুয়া বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এই ধরনের পোস্ট আরও পড়তে চাইলে ডেইলি লাইভ সাইটে চোখ রাখুন। ধন্যবাদ।
boi ta porte hbe!