নতুন ভাষা শেখার কৌশল!

নতুন ভাষা শেখার কৌশল!

ভাব বিনিময়ের জন্যে আমরা সবাই বিভিন্ন ভাষায় কথা বলে থাকি। সেটা হতে পারে প্রমিত কিংবা আঞ্চলিক ভাষা। আবার পৃথিবীর সব জাতির ভাষা এক নয়। দেশ ও অঞ্চলভেদে ভাষার ভিন্নতা লক্ষ্য করা যায়। সাধারণত আমরা যে অঞ্চলে বসবাস করি, ওই অঞ্চলের ভাষাটি আমরা স্বাভাবিকভাবেই ছোটোবেলা থেকে আয়ত্ত্ব করি। এছাড়াও স্কুল কলেজে বিভিন্ন ভাষা পড়ানো হয়। তা ছাড়াও নানাবিধ প্রয়োজনে বা অন্য দেশে থাকা কিংবা পড়াশোনা করতে যাওয়ার সুবাদে আমাদেরকে নতুন ভাষা শিখতে হতে পারে। এতে অনেককেই বেশ বেগ পেতে হয়। নতুন একটি ভাষা শেখা মোটেও সহজ কাজ নয়। তবে এই কঠিন কাজটি কিছুটা হলেও সহজ হয়ে উঠবে, যদি আপনি কিছু নিয়ম অনুসরণ করতে পারেন। সেই নিয়মগুলো নিয়েই ডেইলি লাইভের আজকের এই আর্টিকেল। চলুন আজ জেনে নিই— নতুন ভাষা শেখার কৌশল সম্পর্কে বিস্তারিত।

নতুন ভাষা শেখার কৌশল

লক্ষ্য স্থির রাখুন:

একটি ভাষা শিখতে চাইলে আগ্রহ থাকাটা জরুরি। তাই সবার আগে নিজের মনকে স্থির করতে হবে। যেন সহজেই ভাষা শেখার প্রতি আগ্রহ জন্মায়। পর্যাপ্ত আগ্রহ না থাকলে যেকোনো কাজই করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়।

নিয়মিত অনুশীলন করুন:

ভাষা শেখার জন্যে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। বলা হয়ে থাকে, Practice makes a man perfect. তাই নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভাষা শেখার কৌশল আয়ত্ব করতে হবে। নিয়মিত চর্চা না করলে শেখা জিনিসও ভুলে যেতে পারেন। তাই শুরু থেকেই একটি রুটিন তৈরি করে নিতে পারেন। সকালে একঘণ্টা, রাতে একঘণ্টা এভাবে আপনার সুবিধামতো রুটিন তৈরি করে নিলে দেখবেন ভাষাটি দ্রুত আয়ত্ত্বে আসবে। পাশাপাশি দৈনিক একই সময়ে অনুশীলনের কারণে ভাষা শেখার বিষয়টি দৈনন্দিন কাজের মতো অভ্যাসে পরিণত হবে।

⏩ আরও পড়ুন: নার্সিং এ কেন পড়বেন?

ভোকাবুলারিকে গুরুত্ব দিন:

ভোকাবুলারি বা শব্দভাণ্ডার যেকোনো ভাষা শেখার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মানুষের শব্দভাণ্ডার যত সমৃদ্ধ হবে, সে ব্যক্তি সেই ভাষায় তত বেশি দক্ষতা অর্জন করবেন। ভাষাকে সুন্দর, শ্রুতিমধুর ও প্রাঞ্জল করে তুলতে শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করার কোনো বিকল্প নেই।

ভাষাবিদদের সহায়তা নিন:

নতুন কোনো ভাষা দ্রুত শিখতে চাইলে সেই ভাষায় দক্ষ কাউকে মেন্টর হিসেবে রাখুন। তিনি হতে পারেন একজন ভাষাবিদ যিনি ওই ভাষায় বলতে ও লিখতে পারদর্শী। ভাষা শেখার সময় কোনোকিছু বুঝতে সমস্যা হলে কিংবা নতুন কিছু জানার থাকলে তার পরামর্শ নিন। এতে লজ্জা পাওয়া বা কার্পণ্য করা একদমই উচিত নয়!

অনুবাদ চর্চা করুন:

নতুন ভাষা শেখার সময় নিজ মাতৃভাষার সাথে অপর ভাষাটির অনুবাদ চর্চা করুন। নিজ ভাষা থেকে ওই ভাষা এবং ওই ভাষাটি থেকে নিজ মাতৃভাষার অনুবাদ অনুশীলন করুন। এতে দ্রুত ভাষা শিখতে পারবেন। দৈনিক অন্তত ৩-৫ টি অনুচ্ছেদ অনুবাদ করুন। যত বেশি অনুবাদ করবেন ততই ভাষাটির সাথে নিজ মাতৃভাষার শব্দগুলো আপনার মগজে গেঁথে যাবে। এতে ভাষাটি দ্রুত আয়ত্ত্ব করা সম্ভব হবে।

পরিস্থিতি অনুযায়ী অনুশীলন:

দ্রুত ভাষা শিখতে চাইলে পরিস্থিতি অনুযায়ী ওই ভাষাটির বিভিন্ন শব্দ/বাক্য অনুশীলন করুন। ধরুন আপনি রেস্টুরেন্টে খেতে গেছেন। এখন আপনি মনে মনে চিন্তা করুন আপনি যে ভাষা শিখছেন সেই ভাষায় কথা বলা লোকেরা রেস্টুরেন্টে গিয়ে কী কী শব্দ ও বাক্য ব্যবহার করে মনের ভাব প্রকাশ করে। এতে মুখস্ত করার চাইতে ভাষা আরও দ্রুত আয়ত্ত্ব করা সম্ভব হবে কেন না আমাদের মস্তিষ্ক পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন তথ্য মনে রাখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

পড়তে হবে প্রচুর:

নতুন ভাষা শিখতে হলে পড়তে হবে প্রচুর। তাই যে ভাষাটি শিখতে চাচ্ছেন, তা পড়তে হবে নিয়মিত। সম্ভব হলে সে ভাষায় লেখা বই, আর্টিকেল, সংবাদপত্র সংগ্রহ করুন। তারপর পড়তে থাকুন। এক সময় দেখবেন ভাষাটি অনেকটাই আয়ত্ত্বে চলে আসবে। দৈনিক অন্তত দশ পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করুন। যত বেশি পড়া যায় তত ভালো। কারণ পড়লে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। নিত্যনতুন শব্দ, উপমা ও বাক্যরীতির সাথে পরিচিত হওয়া যায়।

লিখুন বেশি বেশি:

নতুন ভাষা চর্চার ক্ষেত্রে পড়ার পাশাপাশি লেখারও কোনো বিকল্প নেই। গবেষণায় দেখা গেছে, পড়ার চাইতে লিখলে যেকোনো কিছুই আয়ত্ত্ব করা তুলনামূলক সহজ হয়। তাই ভাষা শেখার জন্যে যদি পড়ার পাশাপাশি লেখার অভ্যাসও তৈরি করে ফেলতে পারেন, তাহলে তা আয়ত্ত্ব করা অনেক বেশি সহজ ও গতিশীল হবে।

⏩ আরও পড়ুন: কানাডার সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়!

কথা বলুন বেশি বেশি:

যে ভাষাটি শিখতে চাচ্ছেন, সেই ভাষায় কথা বলার অভ্যাস গড়ে তুলুন। প্রয়োজনে ওই ভাষায় কথা বলে এমন কারও সাহায্য নিন। এটি ভাষা শেখার অনুশীলনেরই একটি অংশ। যেকোনো ভাষা ভালোভাবে শিখতে হলে তা জড়তা ও সংকোচ ছাড়াই বলতে শেখা জরুরি। আর তাই ভাষা চর্চার নিমিত্তে কথা বলুন বেশি বেশি!

**********

প্রিয় পাঠক, এই ছিল— নতুন ভাষা শেখার কৌশল গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য। আজকের আর্টিকেলটি এই পর্যন্ত। লেখাটি ভালো লেগে থাকলে পরিচিতজনদের সাথে শেয়ার করুন। আপনার যেকোনো ধরনের প্রশ্ন কিংবা জিজ্ঞাসা কমেন্টে জানান। এই ধরনের পোস্ট আরও পড়তে চাইলে ডেইলি লাইভ সাইটে চোখ রাখুন।

ভালো লাগলে শেয়ার করুন:

1 thought on “নতুন ভাষা শেখার কৌশল!”

  1. ভাষা শিখতে সত্যিই সাহায্য করবে লেখাটি!

মন্তব্য করুন:

Scroll to Top