নার্সিং এ কেন পড়বেন?

নার্সিং এ কেন পড়বেন?

আজকের পৃথিবীতে সেবামূলক পেশাসমূহের প্রতি মানুষের আগ্রহ দিনদিন বেড়েই চলেছে। কর্মক্ষেত্রে তৈরি হচ্ছে নতুন জোয়ার। কখনো কি এমন পেশার কথা ভেবেছেন যে পেশায় সব শ্রেণির মানুষের সেবা করার সুযোগ পাওয়া যায় সমানতালে? একইসাথে পাওয়া যায় সুন্দর ক্যারিয়ার গঠনের সুযোগ এবং মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা? যদি তা অর্জন করতে চান তবে আপনার জন্যে রয়েছে নার্সিং পেশা! করোনা মহামারির ধকল পৃথিবী সবে মাত্র কাটিয়ে ওঠেছে৷ একবিংশ শতাব্দীর শুরুর দিকে বিজ্ঞানের এত উন্নতিকালেও পৃথিবী থমকে গিয়েছিল ছোটো, চোখে না দেখা এক ভাইরাসের কবলে পড়ে। আর সেই সময়ে চিকিৎসকদের পর সামনে থেকে যুদ্ধটা সবচেয়ে বেশি যারা করেছেন তারা হলেন এই নার্সরা। বর্তমানে প্রশিক্ষিত নার্সদের চাহিদা দিনদিন বেড়েই চলেছে। চলুন, ডেইলি লাইভের আজকের পোস্টে জেনে নিই— নার্সিং এ কেন পড়বেন এবং এই পেশার সুযোগ-সুবিধা সম্পর্কে আদ্যোপান্ত।

নার্সিং এ কেন পড়বেন?

রয়েছে সব শ্রেণির মানুষের সেবা করার সুযোগ

নার্সিং এমন একটি পেশা যাতে প্রশিক্ষিত হলে সমাজের সকল শ্রেণির মানুষের সেবাযত্ন করা যায়। এটি এমন একটি পেশা যে পেশায় নিযুক্ত হলে নিজের জীবনমানের উন্নতির পাশাপাশি মানবসেবা করার দুর্লভ সুযোগও পাওয়া যায়। যা অন্যান্য সব পেশায় সহজে পাওয়া যায় না।

⏩ আরও পড়ুন: ভালো সিজিপিএ অর্জনের সেরা কিছু কৌশল!

থাকছে নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ

উন্নত বিশ্বসহ আমাদের দেশে সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় প্রতিটি দেশেই স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হচ্ছে। আর সেই সাথে বাড়ছে প্রশিক্ষিত নার্সের চাহিদা। আর আমাদের দেশে প্রশিক্ষিত নার্সের সংখ্যা হাসপাতাল ও রোগী অনুপাতে যথেষ্ট নয়। তাই নার্সিং পেশায় পড়াশোনা ও ক্যারিয়ার গড়লে থাকছে নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ।

রয়েছে বৈচিত্র্যময় কর্মক্ষেত্র

নার্সিং বিষয়ে ক্যারিয়ার গড়লে কেবলমাত্র এই পেশায়ই নয় বরং থাকছে অন্যান্য সকল সরকারি চাকরির সুযোগও। চাইলে দেওয়া যাবে বিসিএস পরীক্ষাও। আর সরাসরি নার্স হিসেবে কাজের সুযোগ তো থাকছেই। নার্স, সিনিয়র স্টাফ নার্স, নার্স ম্যানেজার হিসেবেও কাজের সুযোগ থাকছে। এই বিষয়ে ভালো ফলাফল করতে পারলে থাকছে বিভিন্ন নার্সিং কলেজে শিক্ষকতা করার সুযোগ।

রয়েছে বিদেশে কর্মসংস্থানের সুযোগ

নার্সিং পেশায় দেশের পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের সুযোগ রয়েছে। সম্প্রতি কানাডার সরকার বাংলাদেশ সরকারের কাছে ৫০০০ জন প্রশিক্ষিত নার্স চেয়েছে যাদেরকে কানাডার সরকার চাকরির পাশাপাশি নিজেদের দেশের নাগরিকত্ব প্রদানের জন্য আগ্রহ দেখিয়েছে। শুধু কানাডা নয়, শিক্ষাবৃত্তি নিয়ে ইউরোপের বিভিন্ন দেশেও যাওয়ার সুযোগ রয়েছে নার্সিংয়ের শিক্ষার্থীদের।

কোথায় পড়বেন নার্সিং?

বাংলাদেশে নার্সিং নিয়ে পড়াশোনা মূলত দুই ধরনের।

১. বিএসসি ইন নার্সিং (সম্মান)

২. ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি

এর মধ্যে বিএসসি ইন নার্সিং হলো চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি। দেশে মোট ১৩টি সরকারি নার্সিং কলেজে এই ডিগ্রি চালু রয়েছে। প্রতি বছর নার্সিংয়ের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা দিতে হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দুটিতেই আলাদাভাবে জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হয়। ১০০ নম্বরের MCQ পরীক্ষার পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে আরও ২০+৩০ = ৫০ নম্বর যোগ করা হয়। এই পরীক্ষায় জিপিএ ব্যতীত পাস নম্বর হয় ৪০ যা অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনুরূপ।

এছাড়াও ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্যে রয়েছে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিগ্রি অর্জনের সুযোগ। দেশে মোট ৪৬টি কলেজ থেকে এই ডিগ্রি নেওয়া সম্ভব!

⏩ আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি যেভাবে নেবেন!

**********

প্রিয় পাঠক, এই ছিল— নার্সিং এ কেন পড়বেন এবং এই পেশার সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত! আশা করি, পোস্টের তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আজকের পোস্ট এ পর্যন্তই। পোস্টটি ভালো লাগলে পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনার যেকোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানান। এই ধরনের পোস্ট আরও পড়তে চাইলে ডেইলি লাইভ সাইটে চোখ রাখুন।

ভালো লাগলে শেয়ার করুন:

1 thought on “নার্সিং এ কেন পড়বেন?”

মন্তব্য করুন:

Scroll to Top