পছন্দের সিনেমা দেখার জন্য সেরা কয়েকটি ওয়েবসাইট!

পছন্দের সিনেমা দেখার জন্য সেরা কয়েকটি ওয়েবসাইট!

চিত্তবিনোদনের জন্য পছন্দ ভেদে মানুষ অনেক কিছুই করে থাকে। কেউ পছন্দ করেন সিনেমা দেখতে, গান শুনতে, কেউ বা ছবি আঁকতে। এর মধ্যে বিপুল সংখ্যক মানুষ আছেন যারা বিনোদনের জন্য সিনেমা দেখতে পছন্দ করেন। বিনোদনের জন্য সিনেমা বিশ্বব্যাপি বহুল জনপ্রিয় একটি মাধ্যম। বেশ কয়েক বছর আগেও মানুষ সিনেমা দেখতে সিনেমা হলে যেতেন, এখনো যান। তবে বর্তমান আধুনিক পৃথিবীতে সবকিছুই চলে এসেছে হাতের মুঠোয়, সবকিছুতেই রয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। এর থেকে বাদ যায়নি সিনেমা দেখাও। এখন মানুষ হলে গিয়ে সিনেমা দেখার থেকে নিজের ঘরে বসেই ব্যক্তিগত মুঠোফোন বা কম্পিউটারে সিনেমা দেখে থাকেন। আর ঘরে বসে সিনেমা দেখার জন্য রয়েছে বিভিন্ন ওয়েবসাইট। এর মধ্যে কিছু আছে যেখানে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে সিনেমা দেখা যায়, আবার কিছু আছে যেখানে বিনামূল্যেই সিনেমা দেখা যায়। হলিউড, বলিউড, টালিউড যেকোনো মুভিই আপনারা এসব ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। কিছু কিছু ওয়েবসাইটে সিনেমা ডাউনলোড করার সুবিধাও রয়েছে। তো, ডেইলি লাইভের আজকের পোস্টে— পছন্দের সিনেমা দেখার জন্য সেরা কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত লেখা হলো। চলুন জেনে নেওয়া যাক ওয়েবসাইটগুলো সম্পর্কে।

পছন্দের সিনেমা দেখার জন্য সেরা কয়েকটি ওয়েবসাইট

Youtube

ইউটিউব একটি বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় অ্যাপ / সাইট। আমরা সবাই এই সাইটটি সম্পর্কে জানি, তাই এটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ইউটিউবে মানুষ নিজেদের ফ্রি সময় যেমন ভিডিয়ো দেখে কাটাতে পারে, একই সাথে চাইলে এর থেকে তারা উপার্জনও করতে পারে নিজের ভিডিয়ো আপলোড করে। ইউটিউব গুগলের একটি প্রোডাক্ট, এখানে রয়েছে দেশ বিদেশের বিভিন্ন ভাষার মুভি। যা আপনারা সম্পূর্ণ ফ্রিতেই দেখতে পারবেন। চাইলে ডাউনলোড করে পরবর্তীতেও দেখতে পারবেন। ইউটিউবে আপনি সিনেমা দেখার পাশাপাশি মন্তব্যও করতে পারবেন এবং সিনেমা সম্পর্কে অন্যদের মন্তব্যও দেখতে পারবেন।

Netflix

ইউটিউবের মতোই নেটফ্লিক্সও একটি বহুল জনপ্রিয় ওয়েবসাইট। সিনেমাপ্রেমীদের কাছে নেটফ্লিক্স খুবই পরিচিত একটি নাম। তবে এখানে আপনারা ফ্রিতে সিনেমা দেখতে পারবেন না, এর জন্য টাকার বিনিময়ে কিনতে হবে সাবস্ক্রিপশন। নেটফ্লিক্সে প্রতি বছরই তৈরি হয় দুনিয়া কাঁপানো জনপ্রিয় সব সিনেমা ও সিরিজ। অতি সম্প্রতি মুক্তি পাওয়া ‘ওয়েন্সডে অ্যাডামস’ সিরিজটি গোটা দুনিয়া কাঁপিয়েছে। সারা পৃথিবীতে অসংখ্য মানুষ এটি দেখেছে ও পছন্দ করেছে। এরকমই মানি হেইস্ট কিংবা স্কুইড গেইমের মতো জনপ্রিয় সব সিরিজ নেটফ্লিক্স সিনেমাপ্রেমীদের উপহার দিয়েছে। নেটফ্লিক্স মূলত আমেরিকান একটি বিনোদন মাধ্যম যা প্রতিবছর পৃথিবীর বিভিন্ন ভাষায় জনপ্রিয় সব সিনেমা ও সিরিজ তৈরি করে থাকে। বর্তমানে বিশ্বের সবার পছন্দের এক নাম্বার অনলাইন সিনেমা দেখার প্লার্টফর্ম এটিকেই বলা যায়।

⏩ আরও পড়ুন: ওয়েন্সডে অ্যাডামস: অ্যা জার্নি টু অ্যাডাল্টহুড!

Amazon Prime Video

অ্যামাজন প্রাইম মূলত অ্যামাজনের তৈরি একটি ওয়েবসাইট যা সিনেমা প্রোডাকশন করে থাকে। এটিও নেটফ্লিক্সের মতো আমেরিকান একটি ওয়েবসাইট। বিশ্বের বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষায় নতুন নতুন সিনেমা এই ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন। তবে হলিউড ও হিন্দি সিনেমা বেশি দেখতে পাওয়া যায় এই ওয়েবসাইটে। তাই আপনারা যদি হিন্দি ও হলিউড সিনেমার ভক্ত হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটটি হতে পারে আপনাদের পছন্দের একটি সিনেমা দেখার মাধ্যম। উল্লেখ্য, অ্যামাজন প্রাইম ভিডিয়োও নেটফ্লিক্সের মতো পেইড সাইট। এটি ব্যবহার করতে আপনার মান্থলি সাবস্ক্রিপশন কিনতে হবে।

Tubi Tv

আপনি যদি হলিউড সিনেমার ভক্ত হয়ে থাকেন, তাহলে টুবি টিভি হতে পারে আপনার জন্য সহজ একটি মাধ্যম। এই ওয়েবসাইটে রয়েছে হলিউডের জনপ্রিয় সব সিনেমা। আমাদের এদিকে এই ওয়েবসাইটটি তেমন জনপ্রিয় না হলেও ইউরোপ বা আমেরিকায় এটি সিনেমা দেখার জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ওয়েবসাইট হিসেবেই আছে। তাই আপনি চাইলে আপনার পছন্দের হলিউড সিনেমাগুলোও এই ওয়েবসাইট থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। উল্লেখ্য, এই সাইটে আপনি কোনো সাবস্ক্রিপশন ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে মুভি দেখতে পারবেন।

Hoichoi

হইচই মূলত কলকাতা ভিত্তিক একটি বাংলা সিনেমা দেখার অ্যাপ বা সাইট, এখানে আপনি আপনার পছন্দের বাংলা সিনেমা দেখতে পারবেন। তবে এখানে কলকাতার সিনেমাগুলো বেশি দেখা যায়। আপনি এটিতে ফ্রিতেও কিছু কিছু সিনেমা দেখতে পারবেন, তবে বেশিরভাগ ভালো সিনেমাগুলো দেখার জন্য আপনাকে টাকার বিনিময়ে এর সাবসস্ক্রিপশন কিনে নিতে হবে। টাকা দিয়ে কেনা এর প্রিমিয়াম ভার্সনে রয়েছে জনপ্রিয় সব বাংলা সিনেমা ও সিরিজ। প্রিমিয়াম ভার্সন কিনে নিলে আপনি আপকামিং সব সিনেমা দেখতে পারবেন।

Vudu

সিনেমা দেখার আরেকটি জনপ্রিয় সাইট হলো ভুডু। এখানে আপনি টাকা দিয়ে এর প্রিমিয়াম ভার্সন কিনে সিনেমা দেখতে পারেন, আবার চাইলে ফ্রিতেও কিছু সিনেমা দেখতে পারেন। এখানে নতুন ও পুরাতন মিলিয়ে হাজার হাজার সিনেমা রয়েছে। দর্শকদের দেখার সুবিধার্থে এই ওয়েবসাইটে বিভিন্ন সিনেমাগুলো তাদের ক্যাটাগরী অনুযায়ী ভাগ করে দেওয়া আছে। ফলে আপনি খুব সহজেই আপনার পছন্দের সিনেমাটি খুঁজে নিয়ে দেখতে পারবেন। এই সাইটে এইচডি কোয়ালিটি সম্পন্ন সিনেমা দেখার সুবিধা রয়েছে। আর এখানে থাকা বেশিরভাগ সিনেমাগুলোই অত্যন্ত জনপ্রিয়।

⏩ আরও পড়ুন: Grave of the Fireflies : অ্যানিমে রিভিউ!

Chorki

চরকি হলো একটি বাংলা ভাষার সিনেমা দেখার সাইট। আমাদের লিস্টের একমাত্র বাংলাদেশি সাইট এটা। চরকিতে আপনি নাটক, সিরিজ, মুভিসহ বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পারবেন। তবে আপনাকে এর সাবস্ক্রিপশন কিনে দেখতে হবে। অবশ্য কিছু কিছু কন্টেন্ট ফ্রিও আছে। বাংলা সিনেমাপ্রেমীদের কাছে চরকি খুব ভালো একটি অপশন হতে পারে। নেটফ্লিক্সের মতো সিনেমা প্রোডাকশন কোম্পানি হিসেবেও কাজ করে চরকি। ওদের প্রোডাকশন থেকে রিলিজ হওয়া কন্টেন্টগুলো (মুভি, সিরিজ, নাটক) খুবই ভালো মানের হয়। ফ্রিতে চরকির প্রিমিয়াম কন্টেন্ট দেখার একটি লিগ্যাল উপায় আছে। আপনি যদি মোবাইল ডাটা ব্যবহার করেন এবং সিমের অফিশিয়াল অ্যাপ যেমন- মাইরবি, মাইজিপি ইত্যাদি; ব্যবহার করে ডাটা প্যাক কিনেন, তাহলে দেখবেন অপারেটর কোম্পানিগুলো ডাটা প্যাকের বিভিন্ন অফার দেয়! সেইসব অফারের মধ্যে প্রায়শ চরকির ফ্রি সাবস্ক্রিপশন ইনক্লুডেড থাকে। আপনি যদি এমন অফার খুঁজে ডাটা প্যাক কিনেন, তাহলে ফ্রিতেই চরকির প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারবেন। মনে রাখতে হবে, অফার ক্লেইম করার জন্য আপনার যে সিমে ডাটা প্যাকটা কিনবেন, ওই নাম্বার দিয়েই চরকি অ্যাকাউন্ট খুলতে হবে!

**********

প্রিয় পাঠক, এই ছিল— পছন্দের সিনেমা দেখার জন্য সেরা কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত! আজকের পোস্ট এই পর্যন্ত। পোস্টটি ভালো লাগলে পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এই ধরনের পোস্ট আরও পড়তে ডেইলি লাইভ সাইটে নিয়মিত চোখ রাখুন।

ভালো লাগলে শেয়ার করুন:

2 thoughts on “পছন্দের সিনেমা দেখার জন্য সেরা কয়েকটি ওয়েবসাইট!”

  1. ইউটিউবে আসলে মানসম্মত সিনেমা পাওয়া যায় খুবই কম। পাওয়া গেলেও সাধারণত সেগুলো হয় পাইরেটেড।

মন্তব্য করুন:

Scroll to Top