ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি যা বলিউড নামেই পরিচিত। বলিউড তার পুরুষতান্ত্রিকতার জন্য কম বেশি পরিচিত অনেকের কাছেই। পাশাপাশি এটি অনেক প্রতিভাবান অভিনেতা এবং অভিনেত্রীদের আবাসস্থল। এক সময় সর্বোচ্চ পারিশ্রমিক পেতেন কেবল ছবির নায়কই, নায়িকা পেতেন নামে মাত্র কিছু পারিশ্রমিক। যাই হোক, এখন সময় বদলেছে। কিছু ভারতীয় অভিনেত্রী এই পুরুষ ও নারীদের পারিশ্রমিকের আকাশ পাতাল ব্যবধানটি ভাঙতে সক্ষম হয়েছেন এবং তাদের পুরুষ প্রতিপক্ষের চেয়ে তারা বেশি উপার্জন করছেন। যদিও নারী ও পুরুষের এই পারিশ্রমিক বৈষম্যের ঘটনা এখনো ঘটছে। তো, ডেইলি লাইভের আজকের পোস্টে জেনে নেওয়া যাক— বলিউডের নায়কদের চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের সম্পর্কে বিস্তারিত তথ্য।
বলিউডের নায়কদের চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকারা
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন হলেন একজন খ্যাতিমান ভারতীয় অভিনেত্রী যিনি ২০০৭ সালে “ওম শান্তি ওম” চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিলেন। প্রথম সিনেমাতেই বাজিতাম করেন দীপিকা। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, করেছেন অনেক সফল চলচ্চিত্রে অভিনয়। তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। ফোর্বসের মতে, ২০২০ সালে দীপিকা পাড়ুকোনের আনুমানিক আয় ছিল $১১ মিলিয়ন। তিনি ফিল্ম প্রতি প্রায় ১৫ কোটি টাকা নেন, যা তাকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রী করে তুলেছে। জানা যায় সঞ্জয়লীলা বানশালীর ‘পদ্মাবত’তে অভিনয়ের জন্য দীপিকা তার পুরুষ সহকর্মী রনবীর সিং ও শাহিদ কাপুরের চেয়েও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন।
⏩ আরও পড়ুন: শাহরুখ খানের ৫টি ফ্লপ সিনেমা ও এর পেছনের কারণ!
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া হলেন একজন সফল ভারতীয় অভিনেত্রী, গায়িকা এবং চলচ্চিত্র প্রযোজক, যিনি বলিউডের অনেক সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। বলিউড ছাড়িয়ে তিনি এখন হলিউডেও নিজের একটি নাম তৈরি করেছেন। প্রিয়াঙ্কা আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী ভারতীয় অভিনেত্রীদের মধ্যে একজন। ফোর্বসের মতে, ২০২০ সালে প্রিয়াঙ্কা চোপড়ার আনুমানিক আয় ছিল $১০ মিলিয়ন। তিনি ফিল্ম প্রতি প্রায় ১২ কোটি টাকা চার্জ করেন, যা তাকে সর্বোচ্চ আয় করা ভারতীয় অভিনেত্রীদের মধ্যে একজন করে তোলে।
কারিনা কাপুর
কারিনা কাপুর বলিউডের সবচেয়ে সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি ২০০০ সালে “রিফিউজি” চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন বলিউডের অঙ্গনে। তিনি তার অভিনয় জীবনে অনেক সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। ফোর্বসের মতে, ২০২০ সালে কারিনা কাপুর খানের আনুমানিক আয় ছিল $৯.৫ মিলিয়ন। তিনি ফিল্ম প্রতি প্রায় ১১ কোটি টাকা চার্জ করেন। জানা যায় তার ‘ভিরে ডি ওয়েডিং’ সিনেমার জন্য এই কাপুর কন্যা পেয়েছিলেন ৭ কোটি টাকা। অপর দিকে তার বিপরীতে অভিনয় করে সুমিত ভয়াস পেয়েছিলেন ৮০ লক্ষ টাকা।
কঙ্গনা রানাওয়াত
কঙ্গনা রানাওয়াত একজন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা। যিনি তার বহুমুখী অভিনয় দক্ষতার জন্য পরিচিত। তাকে বলিউড ‘কুইন’ হিসেবেই চিনে সবাই। তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন তার অভিনয় দক্ষতা স্বরূপ এবং তিনি বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী হিসেবে বিবেচিত। ফোর্বস তথ্য অনুসারে, ২০২০ সালে কঙ্গনা রানাওয়াতের আনুমানিক আয় ছিল $৬ মিলিয়ন। এমন অভিনেত্রীর চার্জ তো তাই একটু বেশি হবেই। তিনি ফিল্ম প্রতি প্রায় ১৪ কোটি টাকা চার্জ করেন। তার ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ সিনেমার জন্য তিনি রাজকুমার রাওয়ের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন।
⏩ আরও পড়ুন: বলিউডে নারীকেন্দ্রিক ৫টি সিনেমা, যেখানে নারীদের সংগ্রাম ফুটে ওঠেছে!
আলিয়া ভাট
আলিয়া ভাট বলিউডে তার অভিনয় ক্যারিয়ারের এক দশক পার করে ফেলেছেন। ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। অত্যন্ত জনপ্রিয় ও প্রতিভাবান এই অভিনেত্রী তার প্রতি ফিল্ম পিছু ২২ কোটি টাকা করে পারিশ্রমিক নেন। ২০১৮ সালে আলিয়া তার সিনেমা ‘রাজি’র জন্য পারিশ্রমিক পেয়েছিলেন ১০ কোটি টাকা। অপরদিকে তার বিপরীতে অভিনয় করা ভিকি কৌশল পেয়েছিলেন ৩ থেকে ৪ কোটি টাকা।
**********
প্রিয় পাঠক, এই ছিল— ববলিউডের নায়কদের চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের সম্পর্কে বিস্তারিত তথ্য। আজ এই পর্যন্তই। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এই ধরনের পোস্ট আরও পড়তে চাইলে ডেইলি লাইভ সাইটে নিয়মিত চোখ রাখুন। ধন্যবাদ।
ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির এই ব্যাপারটা আসলেই চোখে পড়ার মতো।