বলিউডে নারীকেন্দ্রিক ৫টি সিনেমা, যেখানে নারীদের সংগ্রাম ফুটে ওঠেছে!

বলিউডে নারীকেন্দ্রিক ৫টি সিনেমা, যেখানে নারীদের সংগ্রাম ফুটে ওঠেছে!

একটা সময় ছিল যখন বলিউড সিনেমা মানেই ছিল শুধু নায়কদের জয় জয়কার। যেকোনো সিনেমার গল্পই ছিল কেবল নায়ককে কেন্দ্র করে। নায়িকাদের ভূমিকা ছিল খুবই অল্প। সিনেমায় তাদের কাজ ছিল পুতুলের মতো দাঁড়িয়ে থাকা অথবা কোনো আইটেম গানে নাচা। নারী ও পুরুষ অভিনয় শিল্পীদের মধ্যে পারিশ্রমিকের পার্থক্যও ছিল আকাশ পাতাল। তবে এখন সময়ের পরিবর্তন হয়েছে। গত কয়েক বছর ধরে বলিউডে নারীকেন্দ্রিক সিনেমাও তৈরি হচ্ছে বেশ। যেখানে নারীরা তাদের অভিনয় প্রতিভা বিকশিত করার সুযোগ পাচ্ছে। তো, ডেইলি লাইভের আজকের পোস্টে জেনে নেওয়া যাক— বলিউডে নারীকেন্দ্রিক সেরা ৫টি সিনেমা সম্পর্কে, যেখানে নারীদের সংগ্রাম ফুটে ওঠেছে!

বলিউডে নারীকেন্দ্রিক সেরা ৫টি সিনেমা

ফ্যাশন (2008):

পরিচালক মধুর ভান্ডারকরের নির্মিত ফ্যাশন সিনেমাটি সে সময় গোটা বলিউডে ঝড় তুলেছিল। শোবিজ দুনিয়ায় নারী তারকাদের যে কতরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তার একটি বাস্তবসম্মত চিত্র এই সিনেমায় তুলে ধরা হয়েছে। ছবিটি একটি ছোটো শহরের মেয়ে মেঘনা মাথুরকে দিয়ে শুরু হয়, সে একজন সুপার মডেল হওয়ার স্বপ্ন দেখে। এরপর অতি শীঘ্রই মেয়েটি বুঝতে পারে যে ফ্যাশনের গ্ল্যামারাস আলো ঝকমকে জগতের একটি অন্ধকার দিকও রয়েছে। এই সিনেমাটির মূখ্য দুই চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাওয়াত অভিনয় করেছেন। সিনেমাটি সেই সময় বক্স অফিসে বেশ ভালো আয়ও করেছিল। জিতে নিয়েছিল ফিল্মফেয়ার পুরস্কার সহ আরও কিছু পুরস্কারও।

⏩ আরও পড়ুন: অমিতাভ ও রেখা : এক অসমাপ্ত প্রেম কাহিনি!

কুইন (2014):

বিকাশ বাহলের পরিচালিত ‘কুইন’ সিনেমাটি একটি অল্পবয়সী রক্ষণশীল ঘরের মেয়ে রানির গল্প। রানি অতি সাধারণ একটি মেয়ে, যে কখনো একা একা কোথাও যায়নি। নিজের বাগদত্তার দ্বারা প্রতারিত হয়ে সেই মেয়েটিই জীবনে প্রথম বারের মতো একা প্যারিসে ঘুরতে বের হয়ে যায়। এটিকে সে তার স্বামী ছাড়াই একক হানিমুনে হিসেবে নেয়। তার যাত্রার এক পর্যায়ে সে নিজেকে আবিষ্কার করে একজন আত্মবিশ্বাসী ও স্বাধীন নারী হিসেবে। ফিল্মটি সেই সমস্ত নারীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেয় যারা হৃদয়বিদারক ঘটনার মুখোমুখি হয়েও ভেঙে পড়েননি বরং আরও শক্তিশালী হয়ে উঠেছেন। সিনেমায় রানি চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত।

দ্য ডার্টি পিকচার (2011):

মিলান লুথরিয়া পরিচালিত দ্য ডার্টি পিকচার একটি জীবনীমূলক সিনেমা যা সিল্কস্মিতা নামক একজন অভিনেত্রীর জীবন থেকে অনুপ্রাণিত। যিনি একজন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী। সিনেমায় তার চরিত্রে বিদ্যা বালান প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এখানে একটি ছোটো শহরের মেয়ে কীভাবে শূণ্য থেকে একজন সফল অভিনেত্রীতে পরিণত হয়, এরপর সাফল্যের চূড়ায় বসে জীবন নিয়ে হতাশ হয়ে আত্মহত্যা করার যাত্রাটিই দেখানো হয়েছে। এই সিনেমাটিতে ফুটে উঠেছে পুরুষ শাসিত চলচ্চিত্র শিল্পে নারীদের সংগ্রাম, তারকা হয়ে উঠতে গিয়ে আসা সকল বাধা প্রতিবন্ধকতার চিত্র।

কাহানি (2012):

সুজয় ঘোষের পরিচালিত সিনেমা কাহানি হলো একটি সাসপেন্স থ্রিলার যা একজন গর্ভবতী মহিলা বিদ্যা বাগচীকে ঘিরে আবর্তিত হয়। যে তার হারিয়ে যাওয়া স্বামীর সন্ধানে কলকাতায় অন্তঃসত্ত্বা অবস্থাতেই ভ্রমণ করে। ফিল্মটি নারীদের দুর্বল হিসেবে ভাবার স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করে। একজন অসহায় অন্তঃসত্ত্বা নারী একটি অচেনা শহরে কীরকম প্রতিবন্ধকতার শিকার হতে হয় তা দেখানো হয়েছে। সিনেমাটি একজন নারীর দৃঢ় শক্তি এবং সংকল্পকে চিত্রিত করে। এই সিনেমাটিতে প্রধান ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন বিদ্যা বালান।

⏩ আরও পড়ুন: শাহরুখ খানের ৫টি ফ্লপ সিনেমা ও এর পেছনের কারণ!

ইংলিশ ভিংলিশ (2012):

গৌরী শিন্ডের পরিচালনায় নির্মিত ইংলিশ ভিংলিশ হলো একজন অতি সাধারণ মধ্যবয়সী মহিলা, শশীর হৃদয়গ্রাহী গল্প। সিনেমাটিতে শশীর চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত খ্যাতিমান অভিনেত্রী শ্রীদেবী। শশী ঘটনাচক্রে নিউইয়র্ক যায় এবং সেখানে গিয়ে ভাষাগত জটিলতায় পড়ে বেশ। এরপর সে তার পরিবারের কাছ থেকে আস্থা ও সম্মান পাওয়ার জন্য একটি ইংরেজি-ভাষী কোর্সে ভর্তি হয়। ইংরেজী না জানার জন্য তার মেয়ে ও স্বামী তাকে বেশ হেয় করত। এই সিনেমায় একজন নারীর আত্মবিশ্বাসী সত্ত্বা ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমায় শ্রীদেবীর অভিনয় বহুল প্রশংসিত হয়েছিল।

**********

প্রিয় পাঠক, এই ছিল— বলিউডে নারীকেন্দ্রিক সেরা ৫টি সিনেমা সম্পর্কে বিস্তারিত! আজকের পোস্ট এ পর্যন্ত। পোস্টটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারেন। এই ধরনের পোস্ট আরও পড়তে চাইলে ডেইলি লাইভ সাইটে নিয়মিত চোখ রাখুন। ধন্যবাদ।

ভালো লাগলে শেয়ার করুন:

1 thought on “বলিউডে নারীকেন্দ্রিক ৫টি সিনেমা, যেখানে নারীদের সংগ্রাম ফুটে ওঠেছে!”

মন্তব্য করুন:

Scroll to Top