বিদেশে চাকরি পাওয়ার উপায় কিন্তু বেশ কঠিন কিছু নয়। বরং কিছু ক্ষেত্রে বলা যায় দেশে চাকরি পাওয়ার চেয়ে সহজই! এজন্য আপনার থাকতে হবে কিছু বাড়তি সাহস এবং বুদ্ধিমত্তা। আর থাকতে হবে কিছু অতিরিক্ত দক্ষতা। কি? বিশ্বাস হয় না? তবে আসুন প্রিয় পাঠক, জেনে নিই— বিদেশে চাকরি পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত।
বিদেশে চাকরি পাওয়ার উপায়
- সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে পরিশ্রম করার মানসিকতা। ভালো একটা দেশে চাকরি পাওয়া তীব্র আকাঙ্খা।
- যে দেশে যাবেন সেই দেশের ভাষাটা অবশ্যই শিখে যাবেন।
- এরপর ভিসা এবং ওয়ার্ক পারমিট পারমিশন সম্পর্কে খোঁজ খবর নেবেন।
ওয়ার্ক পারমিট ভিসা
বিদেশে চাকরি পেতে হলে আপনার আগে ওয়ার্ক পারমিট ভিসা পেতে হবে। নইলে আপনি চাকরি করতে পারবেন না। ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনাকে সরকারি ভাবে নিবন্ধন করতে হবে। তাই ৮৯/২, জনশক্তি, কাকরাইল-ঢাকা, BMET তে গিয়ে নিবন্ধন করতে হবে। পরিচিত কেউ এসব অফিসে থাকলে সুবিধা। মানে, অনেক বিষয়ে হেল্প পাবেন আরকি।
⏩ আরও পড়ুন: ক্যারিয়ারের শুরুতে যে ভুলগুলো করবেন না!
কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন। যেমন:
- যে দেশে যাবেন, সেখানকার আবাহাওয়া সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।
- ইন্টারভিউ সিস্টেম সম্পর্কে ধারণা রাখতে হবে।
- অর্থনীতি ও সংস্কৃতি সম্পর্কে ধারণা রাখতে হবে।
- চীনে WeChat বিখ্যাত যেরকম বাংলাদেশে Facebook। আপনি যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে ভালো ধারণা রাখবেন। এটা আপনাকে লাভবান করবে।
- বিদেশে চাকরি পাওয়ার উপায় গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো, আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে এবং সিভিকে আপডেটেড রাখতে হবে। এক্সট্রা কারিকুলামের ওপর জোর দিন।
- যে সেক্টরে আপনি চাকরি করতে ইচ্ছুক সে সেক্টর সম্পর্কে পরিষ্কার ধারণা রাখবেন। আপনার গমনেচ্ছু দেশে ওই চাকরির চাহিদা কেমন এবং পরিবেশ সম্পর্কে যাচাই বাছাই করে যাবেন।
⏩ আরও পড়ুন: কর্মীর যে পাঁচটি কাজ বসকে খুশি করে!
বিদেশে চাকরির আবেদনের জন্য গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট—
ওয়েবসাইট গুলোতে সবসময় চোখ রাখবেন।
বিদেশে চাকরির বিষয়ে সব ধরনের সহায়তা পেতে যোগাযোগ করুন—
- Probashi Kallyan Bhaban: 71-72, Old elephant road, Eskaton Garden, Dhaka [Web: www.probashi.gov.bd]
- BOESL: 71-72, Elephant road, Eskaton Garden, Dhaka ; 02-9361515, 02-9336551 [Web: www.boesl.org.bd]
- BAIRA: BAIRA Bhavan, 130 New Eskaton road, Dhaka। Telephone : 02-7359642, 02-934556
উপরোক্ত ঠিকানায় আপনি যোগাযোগ করে আপনার সকল ধরনের প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।
⏩ আরও পড়ুন: চাকরি না থাকার চাপ সামলাবেন যেভাবে!
বিদেশে চাকরি পেতে হলে আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালো থাকতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনার সিভিতে আপনি আলাদা কিছু যুক্ত করতে পারেন। রোভার স্কাউটিং, ভোলান্টিয়ারিং কিংবা বিভিন্ন প্রতিযোগিতা বা সেবামূলক কাজের সনদপত্র আপনাকে অনেক বেশিই সহায়তা করবে বিদেশে চাকরি পেতে। তাই এগুলো বাড়ানোর চেষ্টা করুন।
**********
তো প্রিয় পাঠক, আশা করছি— বিদেশে চাকরি পাওয়ার উপায় আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আপনার যেকোনো ধরনের প্রশ্ন কিংবা মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ডেইলি লাইভ এর সাথে থাকুন সবসময়। আপনার দিনটি শুভ হোক।
বিদেশে আবেদনের ক্ষেত্রে এই আর্টিকেলের ইনফরমেশন কাজে লাগবে।