বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি যেভাবে নেবেন !

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি যেভাবে নেবেন!

কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল। ফলাফল হাতে পেয়ে শিক্ষার্থীরা এখন ব্যস্ত তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে। এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের পর প্রতিটি শিক্ষার্থীরই স্বপ্ন থাকে পছন্দের বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিভাগে ভর্তি হওয়ার। তাই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর আগে নিজেকে যথাযথভাবে প্রস্তুত করে নেওয়াই প্রতিটি শিক্ষার্থীর জন্য বুদ্ধিমানের কাজ! চলুন, ডেইলি লাইভের আজকের পোস্টে জেনে নিই— বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি যেভাবে নেবেন; সে বিষয়ে বিভিন্ন টিপস। ভর্তি পরীক্ষা নামক মহা রণে নিজেকে প্রস্তুত করতে এই টিপসগুলো আপনাকে সাহায্য করবে!

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি যেভাবে নেবেন

পড়তে হবে নিয়মিত

ভর্তি পরীক্ষার সিলেবাস বেশ বিস্তৃত। এ কারণে এইচএসসি পরীক্ষার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ অবধি সময় পাওয়া যায় খুবই কম। এই কম সময়ে নিজেকে প্রস্তুত করতে হলে নিয়ম করে প্রতিদিন পড়াশোনা করার কোনো বিকল্প নেই। তাই আজ পড়ব, কাল পড়ব না করে প্রতিদিন পড়তে বসুন। এতে যেমন নিজেকে প্রস্তুত করা সহজ হবে, তেমনি সময়ের সদ্ব্যবহারও হবে।

টপিক ধরে পড়ুন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্যে প্রতিটি বিষয়কেই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। যেহেতু ভর্তি পরীক্ষার সিলেবাস বেশ বিস্তৃত তাই পড়তে হবে টপিক ধরে ধরে। এলোমেলোভাবে না পড়ে টপিক ধরে আগালে একাধারে যেমন সময় বাঁচবে, তেমনি গুছিয়ে সিলেবাস শেষ করাও সম্ভব হবে।

⏩ আরও পড়ুন: পড়াশোনায় মনোযোগ বাড়ানোর টিপস!

বিগত বছরের প্রশ্ন পড়ুন

ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের জন্যে বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান করতে হবে যত্ন নিয়ে। এজন্যে বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত টেস্ট পেপার কিংবা প্রশ্ন ব্যাংকগুলো সংগ্রহে রাখতে পারেন। টেস্ট পেপারগুলো সমাধানের মাধ্যমে আপনি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের প্যাটার্ন বুঝতে পারবেন এবং কেমন ধরনের প্রশ্ন আসে তা সম্পর্কে প্রকৃত ধারণা খুব সহজেই পেয়ে যাবেন। তাই বেশি বেশি করে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে অনুশীলন চালিয়ে যান।

যত পরীক্ষা, তত লাভ

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে বেশিরভাগ শিক্ষার্থীই চরম উৎকণ্ঠায় থাকে। কেন না এই এক ঘণ্টার একটি পরীক্ষার ফলাফলই নির্ধারণ করে দেয় তার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিষয়। তাই অনেকেই স্নায়ুচাপে ভুগে গোলমাল পাকিয়ে ফেলে। কেউ কেউ সহজ প্রশ্নের উত্তর ভুলে যায় কিংবা অসতর্কতায় ভুল বৃত্ত ভরাট করে ফেলে। এতে আকাঙ্খিত নম্বর তো পায়ই না, উলটো নেগেটিভ মার্কিংয়ের কারণে আরও কিছু নম্বর খোয়া যায়। তাই বেশি বেশি পরীক্ষা দিয়ে পরীক্ষাভীতি কাটিয়ে উঠতে হবে।

সময় বেঁধে পরীক্ষা দেওয়ার অনুশীলন করুন

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের আরেকটি শর্ত হলো সময় ব্যবস্থাপনা। সাধারণত বিশ্ববিদ্যালয়য়গুলোতে ১০০-১২০ নম্বরের পরীক্ষা হয় এবং তার সমাধান করতে সময় পাওয়া যায় মাত্র এক ঘণ্টা। অর্থাৎ প্রতিটি প্রশ্ন সমাধানের জন্যে আপনি পাচ্ছেন মাত্র ৩০ সেকেন্ড বা তার বেশি কিছু সময়। এই স্বল্প সময়ে সবগুলো প্রশ্নের উত্তর বের করার অনুশীলন করতে হবে আগে থেকেই।

অগ্রজদের পরামর্শ নিন

আপনার নিশ্চয়ই পরিচিত এমন কেউ আছে যারা কি-না বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আপনি অবশ্যই তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। কারণ তারাও একসময় আপনার অবস্থানেই ছিল। তারাও আপনার মতো পড়াশোনা করে ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তাই তারা সেই সময়টায় কীভাবে পড়াশোনা করেছে, কীভাবে ভর্তি পরীক্ষার জন্যে নিজেকে প্রস্তুত করেছে তা জেনে নিন। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে তাদের পরামর্শ নিন।

⏩ আরও পড়ুন: ভালো সিজিপিএ অর্জনের সেরা কিছু কৌশল!

ইংরেজিকে বাড়তি গুরুত্ব দিন

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগের অ্যাকাডেমিক পড়াশোনা ও বইগুলো থাকে ইংরেজি ভাষা ও কারিকুলামে। তাই ইংরেজি বিষয়ে যদি আপনার নম্বর কম থাকে, তাহলে মিস হয়ে যেতে পারে আইন, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতিসহ গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ সব ডিপার্টমেন্ট। তাই ভালো সাবজেক্ট পেতে চাইলে ইংরেজির ব্যাপারে সতর্ক থাকতে হবে বহুগুণ!

তাহলে আর দেরি কেন? এখন থেকেই সিরিয়াস হয়ে পড়াশোনা শুরু করে দিন। যত দ্রুত পড়া শুরু করবেন, তত দ্রুত পড়াশোনা শেষ করতে পারবেন।

~ ফেরদৌস আহমেদ

তৃতীয় বর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

**********

প্রিয় পাঠক, এই ছিল— বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি যেভাবে নেবেন; সে বিষয়ে কিছু টিপস! আশা করি, টিপসগুলো আপনাদের কাজে লাগবে। এগুলো ফলো করে আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন। আজকের পোস্ট এই পর্যন্ত। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এই ধরনের পোস্ট আরও পড়তে চাইলে ডেইলি লাইভ সাইটে চোখ রাখুন। ধন্যবাদ।

ভালো লাগলে শেয়ার করুন:

1 thought on “বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি যেভাবে নেবেন!”

মন্তব্য করুন:

Scroll to Top