সমাজের সম্মান কিংবা সর্বজনপ্রিয় অথবা বিয়ের বাজারে নিজেকে একটু সামনের সারিতে দেখতে সবাই চায় একটি সরকারি চাকরি পেতে। কিন্তু সহজে ধরা দেয় না এই সোনার হরিণ। তাই এই বহুল আকাঙ্খিত সরকারি চাকরি পেতে চাইলে করণীয় কী কী সেই বিষয়ে নিচের তথ্যবহুল লেখাটি আপনার জন্য।
সরকারি চাকরি পেতে চাইলে করণীয়
তৈরি করুন নিজের জীবনবৃত্তান্ত বা বায়োডাটা
খুব সুন্দরভাবে তৈরি করুন নিজের জীবনবৃত্তান্ত বা বায়োডাটা। ভালো একটি সরকারি চাকরি কিংবা যেকোনো চাকরি পেতে চাইলে সুন্দর সিভি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যা পারেন বা আপনার দক্ষতাগুলো যেন উঠে আসে ওটাতে। ইউটিউব কিংবা বিভিন্ন ওয়েবসাইটে ভালো সিভি তৈরি করার উপায় গুলো দেওয়া আছে বেশ গোছালো ভাবে। প্রয়োজনে আইমান সাদিকের একটি স্মার্ট সিভি তৈরি বিষয়ক এই ভিডিয়োটি দেখে নিতে পারেন। আসলে স্মার্ট একটা সিভির বিকল্প নেই সরকারি চাকরি পেতে চাইলে।
জানুন কোথায় কী হচ্ছে, খোলা রাখুন চোখ-কান
নিজেকে প্রতিনিয়ত আপডেটেড রাখতে হবে সময়ের সাথে সাথে। এই জন্য কোথায় কী হচ্ছে, নতুন কী আসছে, নতুন কী কী স্কিল অর্জন করা যায়; এসবের খবর রাখুন। সহজে সরকারি চাকরি পেতে চাইলে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
⏩ আরও পড়ুন: মেয়েদের ঘরে বসে রোজগারের সেরা কিছু উপায়!
খবরের কাগজে চোখ রাখুন প্রতিদিন
সরকারি চাকরি পেতে চাইলে সংবাদপত্র পড়ার অভ্যাস আপনাকে সমৃদ্ধ ও সাহায্য করবে। খবরের কাগজে প্রতিদিন চোখ রাখুন। অনেক তথ্যের সাথে বাড়বে আপনার জ্ঞানও! এছাড়াও টিভিতে সংবাদ দেখতে পারেন। কারেন্ট অ্যাফেয়ার্স / কারেন্ট নিউজের মতো সংখ্যাভিত্তিক ম্যাগাজিনগুলো পড়তে পারেন।
চেষ্টা করুন সমবেত পাঠের
আসলে সরকারি চাকরি বর্তমানে সোনার হরিণ। সেজন্য প্রস্তুতিও নিতে হয় কঠোর ভাবে। কিন্তু খেয়াল করলে দেখবেন, একা একা প্রস্তুতি নিতে গেলে ভর করে হতাশা। আর একবার এটা মাথায় চলে আসলে পড়াশোনা ভালোভাবে হয় না। সেজন্য সরকারি চাকরি খুঁজছে ওরকম কিছু সমমনা মানুষের সাথে একত্রে প্রস্তুতি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম মাধ্যম।
করতে থাকুন সরকারি চাকরির জন্য আবেদন এবং দিতে থাকুন সাক্ষাৎকার
দেখুন ইন্টারভিউ দিয়ে চাকরি না হলে অনেকেই অনেক কথা বলে। এগুলো ডিমোটিভেশন আপনার জন্য। সরকারি চাকরিসহ সব ধরনের চাকরির জন্য ফলো করুন বিডি জবস ওয়েবসাইটটি। এবার ধুমাইয়ে নিজের প্রস্তুতির পাশাপাশি দিতে থাকুন সরকারি চাকরির ইন্টারভিউ। চাকরি হয়তো বেশ কয়েকবারে হবে না কিন্তু বারবার পরীক্ষায় বসাটা আপনাকে মানসিকভাবে এগিয়ে দেবে অনেকটাই। তাছাড়া এটি আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাকে করবে জোরদার।
রুটিন মেনে চলুন আর ইংরেজিতে কথা বলুন নিজে নিজে
কখন কী করবেন কিংবা কতক্ষণ সরকারি চাকরি পেতে পড়াশোনা করবেন সেসব করুন রুটিন অনুযায়ী। ইংরেজিতে দুর্বলতা দূর করতে আয়নার সামনে নিজে নিজে কথা বলতে পারেন।
আরাম আসে ধৈর্যে
প্রচুর ধৈর্য ধরা লাগবে আরামের ও সুখের সরকারি চাকরি পেতে চাইলে। আজ যদির চাকরি হচ্ছে কাল মধুর চাকরি হচ্ছে এদিকে আপনার হচ্ছে না বলে মন খারাপ অনেক? মনকে বলুন যে পাকা আম আসে অপেক্ষায়।
⏩ আরও পড়ুন: সিজিপিএ কম থাকার পরেও ভালো চাকরি পাবেন যেভাবে!
লেগে থাকতে হবে প্রস্তুতিতে এবং হওয়া যাবে না নিরাশ
হতাশ না হয়ে লেগে থাকুন। নিজেকে নিরানন্দে রাখবেন না ১ সেকেন্ডের জন্যও। প্রয়োজনে ট্যুর দিন বন্ধুদের সাথে মাসে একবার। দেখবেন হয়ে যাবে এবং শেষ হাসিটা আপনিই হাসবেন।
**********
প্রিয় পাঠক, এই ছিল— সরকারি চাকরি পেতে চাইলে করণীয় সম্পর্কে বিস্তারিত। মোটামুটি এই জিনিসগুলো আপনি মেনে চললে বলা যায় আপনি সরকারি চাকরি কিংবা যেকোন ভালো চাকরি পাওয়ার যোগ্য। শুভকামনা রইলো আপনার জন্য এবং আপনি অবশ্যই পারবেন। তাই এগিয়ে যান নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে। আর এই ধরনের পোস্ট আরও পড়তে ডেইলি লাইভ এর সাথে থাকুন।
সরকারি চাকরি পেতে সাহায্য করতে লেখাটি। ধন্যবাদ।