সিজিপিএ কম থাকার পরেও ভালো চাকরি পাবেন যেভাবে!

সিজিপিএ কম থাকার পরেও ভালো চাকরি পাবেন যেভাবে!

বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরুলেই মাথায় আসে একটিই চিন্তা, কবে চাকরি পাব। কিন্তু আপনি আপনার লো সিজিপিএ নিয়ে ভীষণ রকমের চিন্তায় আছেন।আপনি কম সিজিপিএ নিয়ে চাকরি পাবেন কিনা ভাবছেন। যদি এরকম হয় আপনার অবস্থা, তাহলে আজকের লেখাটি আপনার জন্য। বাংলাদেশের প্রেক্ষাপটে কম সিজিপিএ নিয়ে চাকরি পাওয়া অনেকেই কঠিন বলে মনে করেন। কিন্তু, সিজিপিএ কম থাকার পরেও আসলে চাকরি পাওয়া যায়! তো, সিজিপিএ কম থাকার পরেও ভালো চাকরি পাবেন যেভাবে আর কোন পদ্ধতিতে তা সম্ভব, চলুন দেখে নেওয়া যাক।

সিজিপিএ কম থাকার পরেও ভালো চাকরি পাবেন যেভাবে

লক্ষ্য ঠিক করে নিন

আপনি কী করবেন? জীবনে কোন পর্যায়ে নিজেকে দেখতে চান? ঠিক করে ফেলুন গ্র্যাজুয়েশনের আগেই। এটি আপনাকে অনেক সুবিধা দেবে গ্র্যাজুয়েশনের পরে চাকরি পাওয়ার ক্ষেত্রে।

⏩ আরও পড়ুন: মেয়েদের ঘরে বসে রোজগারের সেরা কিছু উপায়!

কম সিজিপিএ নিয়ে চাকরি পেতে ব্যবহারিক কাজে বাড়ান দক্ষতা

যে বিষয়ে আপনি পড়াশুনা করেছেন, সে বিষয়ের ব্যবহারিক জ্ঞান অর্জনের চেষ্টা করুন। এতে কম সিজিপিএ নিয়েও আপনার চাকরি পাবার সম্ভাবনা বেড়ে যাবে অনেকটাই। বর্তমানে অভিজ্ঞতার গুরুত্ব অনেক।

বাড়াতে হবে যোগাযোগের দক্ষতা

বাংলাদেশে কম সিজিপিএ নিয়ে চাকরি পেতে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে আপনার যোগাযোগের সক্ষমতা! একটু অবাক হলেন হয়তো। দেখুন, সিভিতে রেফারেন্স নামে একটা বিষয় আছে। কম সিজিপিএ থাকলেও যার রেফারেন্স যত ভালো, তার চাকরি পাওয়ার সম্ভাবনাও তত বেশি!

Extra Curricular Activities বাড়াতে হবে প্রচুর

Extra Curricular Activities হলো, মানুষকে প্রভাবিত করতে পারার ক্ষমতা, মোটামুটি যেকোনো বিষয় নিয়ে কথা বলতে পারার তাৎক্ষনিক ক্ষমতা, বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ কিংবা বিতর্কে পারদর্শীতা। কর্মক্ষেত্রে দক্ষতার বাইরেও যদি এসব বিষয়ে আপনি পারদর্শী হন, তাহলে আপনার চাকরি সুনিশ্চিত বলা চলে।

⏩ দেখে নিতে পারেন: ফেসবুক রিলস থেকে সহজে ইনকামের উপায়!

ফোনে খুঁজুন আপনার চাকরি

দেখুন, আপনার হাতে থাকা স্মার্ট ফোনের মাধ্যমেই খুঁজে পেতে পারেন বিভিন্ন চাকরি যা আপনার কম সিজিপিএর সাথে ম্যাচ করে। যেমন Linkedin কিংবা bdjobs.com সাইটগুলোর মাধ্যমে। সবসময় সিভি ফোনে থাকা দরকার। এই কাজের অনেক সুবিধা। অনেকগুলো চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফোনে থাকা সিভির মাধ্যমে।

তো মোটামুটি এসব বিষয় খেয়াল রাখলে আপনি কম সিজিপিএ নিয়ে চাকরি পেতে পারেন। কম মানে একেবারেই যে কম তা নয়। অবশ্যই নূন্যতম একটা সিজিপিএ লাগবেই, নইলে আপনি আবেদনই করতে পারবেন না। আর যদি আবেদন করে চাকরি জন্য ভাইবা বোর্ড ফেস করতে না পারেন, তাহলে কিছুই কাজে আসবে না।

**********

প্রিয় পাঠক, এই ছিল— সিজিপিএ কম থাকার পরেও ভালো চাকরি পাবেন যেভাবে সেই টিপস। আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের পোস্ট আরও পড়তে ডেইলি লাইভ এর সাথে থাকুন।

ভালো লাগলে শেয়ার করুন:

1 thought on “সিজিপিএ কম থাকার পরেও ভালো চাকরি পাবেন যেভাবে!”

  1. Kajer Beti Rahima

    গুরুত্বপূর্ণ লেখা। সিজিপিএ কম নিয়ে যে কত প্যারা! বিশেষ করে চাকরির বাজারে। এই লেখা অনেক তথ্য দিলো। ধন্যবাদ।

মন্তব্য করুন:

Scroll to Top