ব্যবসা করতে গেলে প্রথমেই সবার মাথায় আসে ঝুঁকির কথা। লসবিহীন বিজনেস নেই, এমনটাই ভাবেন বেশিরভাগ মানুষ। কিন্তু না, লসবিহীন বিজনেস আছে এবং এগুলো খুব লাভজনকও বটে! তো আসুন প্রিয় পাঠক, আজকে আমরা জানি— সেরা ১০টি লসবিহীন বিজনেস আইডিয়া সম্পর্কে। আশা করি আর্টিকেলটি আপনাকে সাহায্য করবে, যদি আপনি লসবিহীন বিজনেস করতে চান। তাহলে আসুন শুরু করা যাক, সেরা ১০টি লসবিহীন বিজনেস আইডিয়া নিয়ে আজকের আলোচনা।
সেরা ১০টি লসবিহীন বিজনেস আইডিয়া
ডিলারশিপ ব্যবসা (Dealership Business)
ডিলারশিপ ব্যবসা বা Dealership Business হলো অন্যতম সেরা একটি লসবিহীন বিজনেস।
“ডিলার” বলতে তাকেই বোঝায়, যে কোনো কোম্পানির নির্দিষ্ট এলাকার প্রতিনিধি হয়ে সেই কোম্পানির প্রোডাক্ট সেল করে (প্রতিনিধি হিসেবে) এবং অন্য সব দায়িত্ব পালন করে। মানে আপনি কোনো কোম্পানির “ডিলারশিপ” যদি নেন, তাহলে আপনি ওই কোম্পানির পণ্য বিপনন ও বিতরণের দায়িত্ব নিলেন।
এটি একটি লসবিহীন বিজনেস আইডিয়া কারণ পণ্য নষ্ট হলে কিংবা মেয়াদোত্তীর্ণ হলে ডিলারের কোনো লস হয় না। আরেকটি বড়ো সুবিধা হলো ডিলারশিপ ব্যবসাতে বিজ্ঞাপন খরচ লাগে না। যা করার কোম্পানিই করে।
এই ব্যবসা শুরুর আগে আপনি শুধু দুইটা জিনিস মাথায় রাখবেন। যেগুলো হলো-
- পণ্য নির্বাচন
- বাজারে পণ্যের চাহিদা
এই দুইটা বিষয় মাথায় রেখেই শুরু করতে পারেন লসবিহীন এই বিজনেসটি।
আরও পড়ুন: সেরা ৫টি কৃষি বিজনেস আইডিয়া!
স্টক ব্যবসা
স্টক বলতে বোঝায় কোনো পণ্যের “সংরক্ষণ” বা “গুদামজাত” করা। একটু মার্কেট অ্যানালাইসিস করে আপনি যদি যথার্থ পণ্যটি স্টক করতে পারেন, তাহলে আপনি প্রচুর লাভ করতে পারবেন।
বাংলাদেশের পেঁয়াজ কাহিনি নিশ্চয়ই জানেন। ২০০-২৫০ টাকা পর্যন্ত হয়েছিল পেঁয়াজের কেজি। যারা তখন পেঁয়াজের স্টক করেছিলেন, উনারা তখন কল্পনাতীত লাভ করেছিলেন।
এই ব্যবসায় কোনো লস নেই, যদি আপনি সঠিক মার্কেট অ্যানালাইসিস করে এটা করেন। আপনি কাপড়ের স্টক করে রাখতে পারেন। শীতকালে গরমের কাপড় কমদামে পাবেন আর গরমকালে শীতের কাপড় পাবেন কম দামে। এগুলো স্টক করে যথাযথ সময়ে বিক্রি করুন। প্রচুর লাভ হবে আর লসের ভয় নেই, কারণ কাপড় তো আর পঁচে না।
তাই লস ছাড়া স্টক ব্যবসার প্রধান উপায় হলো পঁচনশীল পণ্য মজুদ না করা। তবে বিশেষ পণ্যের ক্ষেত্রে এই নিয়ম না মানলেও চলবে।
স্টেশনারি ব্যবসা
বাচ্চাদের পড়াশোনার জিনিসপত্র; যেমন- পেন্সিল, কলম, রাবার, জ্যামিতি বক্স, স্কেল, বাচ্চাদের শিক্ষামূলক খেলনা এবং পড়াশোনার যাবতীয় সরঞ্জাম। স্টেশনারি দোকানে রাখতে পারেন ফটোকপি মেশিনও। এটিও প্রচুর লাভজনক একটি ব্যবসা। আপনি ব্যবসাটি শুরু করতে চাইলে দুটি বিষয় মাথায় রাখবেন-
- দোকানের লোকেশন যেন হয় কোনো স্কুল, কলেজ বা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের কাছে।
- যেখানে দোকান দেবেন, এর আশেপাশে একই রকম স্টেশনারি দোকান আছে কিনা। যদি থাকে, তাহলে তার চেয়ে অতিরিক্ত কিছু আপনার দোকানে যুক্ত করে ব্যবসা শুরু করতে হবে।
⏩ আরও পড়ুন: সেরা ৫টি ই-কমার্স বিজনেস আইডিয়া!
ক্লিনিং সার্ভিস ব্যবসা
বর্তমানে ক্লিনিং সার্ভিস বিজনেস অন্যতম একটি লসবিহীন বিজনেস। এটি ঢাকা-শহর থেকে শুরু করে বর্তমান মফস্বলেও হচ্ছে বেশ জনপ্রিয়। ক্লিনিং সার্ভিস ব্যবসা শুরু করার জন্য আপনার প্রয়োজন-
- দক্ষ লোকবল
- অনলাইন এবং অফলাইনে প্রচুর মার্কেটিং
- ক্লিনিং এর যাবতীয় সরঞ্জাম এবং
- স্ট্রং ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি
ভালোভাবে শুরু করতে পারলে এই ব্যবসায় আপনের লসের সম্ভাবনা প্রায় শূন্য।
বাগান ডিজাইন করা (ইন্টেরিয়র)
বাগান ডিজাইন করার ব্যবসা একটি অন্যতম লাভজনক এবং লসবিহীন বিজনেস আইডিয়া। এটি মূলত অনলাইন ভিত্তিক ব্যবসা। বাগানের বিভিন্ন ডিজাইন আপনি অনলাইনে তুলে ধরে গ্রাহকের কাছে পৌঁছুতে পারবেন সহজেই। এই ব্যবসায় মূলত প্রচারেই প্রসার। আর এটি একটি পুঁজিবিহীন বিজনেসও, তাই এটাতে লসের চিন্তাও আসে না। আপনি অনলাইনে গ্রাহকের কাছে জনপ্রিয় হতে পারলে, আপনার এই বিজনেস রকেটের গতিতে ছুটবে। ঢাকা কিংবা চট্টগ্রাম শহরে, যেখানে বেশিরভাগ জায়গায়ই পাকা বিল্ডিং, সেখানে ছাদে কিংবা বাড়ির মধ্যেই মানুষ হোম গার্ডেন কিংবা বাগান বানান। এধরনের বাড়ির মালিকেরাই আপনার গ্রাহক হবে।
ইজিলোড, মোবাইল ব্যাংকিং ও কম্পিউটার প্রিন্টার
উপরোক্ত জিনিসপত্র নিয়ে কোনো দোকানে বসে যান। এবার ব্যবসা শুরু করুন এবং আনলিমিটেড লাভ করে যান। কারণ প্রচুর চাহিদা সম্পন্ন এই বিজনেস আইডিয়া কখনো লস দেয় না। এসবের চাহিদা আজীবনই থাকবে, কখনো কমবে না! এছাড়া এই বিজনেসে পুঁজিও অনেক কম লাগে!
লন্ড্রি
আবাসিক এলাকায় দোকান দিয়ে আপনি লন্ড্রি ব্যবসা শুরু করতে পারেন। প্রচুর লাভজনক এই ব্যবসায় তেমন কোনো লস নেই। মানুষ এখন প্রচুর অলস। নিজের কাপড় নিজে ধুয়ে দেওয়ার কষ্ট তারা করতে চায় না। সময়ের সাথে সাথে অলসতা বাড়ছে। তাই লন্ড্রি ব্যবসাতে বাড়ছে অনেক লাভও!
ফটোগ্রাফার হয়ে শুরু করুন ফটোগ্রাফি
ছবি তুলতে সবাই পছন্দ করে। ভালো মানের ডিএসএলআর এর ছবি এবং ভিডিয়োর চাহিদা থাকে এখনকার সব ফ্যামিলি প্রোগ্রাম কিংবা ইভেন্টেই!
শুধু একটা ভালো মানের ক্যামেরা আর একটু ফটোশপ জানলেই আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। প্রচারের জন্য নারী মডেল নির্বাচন করবেন। কারণ নারীই শক্তি!
আরও পড়ুন: সেরা ৫টি অল্প পুঁজির বিজনেস আইডিয়া!
ক্যাটারিং সার্ভিস
খাবার রান্না করে সেটি পৌঁছে দেওয়াই হলো ক্যাটারিং ব্যবসা। আপনি যদি ভালো রান্না পারেন তাহলে এটি আপনার জন্য। এই ব্যবসায় তেমন কোনো লস নেই। কারণ আপনি কতজনের খাবার রান্না করবেন তা নির্ভর করবে গ্রাহকের অর্ডারের ওপর। আর আপনি আগে অর্ডার নিয়েই তারপর রান্না করবেন। ঢাকা কিংবা চট্টগ্রাম শহরে বিভিন্ন কর্পোরেট অফিস কিংবা ছেলেদের মেসে ক্যাটারিং সার্ভিসের প্রচুর চাহিদা।
ফার্মেসি
ফার্মেসি ব্যবসা সবচেয়ে বেশি লাভজনক একটি ব্যবসা এবং এতে কোনো প্রকারের লস নাই। আপনি অজপাড়াগাঁয়েও যদি একটা ফার্মেসি দেন সেটি চলবে। খুব ভালো চলবে। এত এত ভেজাল খাবার এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে মানুষ প্রতিদিনই হচ্ছে অসুস্থ। এতে করে ওষুধের চাহিদাও বাড়ছে প্রতিদিনই! তাই লসবিহীন বিজনেস আইডিয়াটি আপনার জন্য হতে পারে প্রচুর প্রফিটেবল।
*********
প্রিয় পাঠক, এই ছিল— সেরা ১০টি লসবিহীন বিজনেস আইডিয়া! আশা করি, আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আপনার যেকোনো ধরনের প্রশ্ন কিংবা মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ডেইলি লাইভ সাইটের সাথে থাকুন সবসময়। আপনার দিনটি শুভ হোক।
❤️❤️
দারুণ পোস্ট।