সেরা ৫টি অল্প পুঁজির বিজনেস আইডিয়া!

সেরা ৫টি অল্প পুঁজির বিজনেস আইডিয়া!

ব্যবসা করা মানে নিজের বস নিজে হওয়া। তাই সবাই চায় ব্যবসা করতে। কিন্তু শুরুতে অনেক বেশি ইনভেস্ট করা ব্যবসা করা সম্ভব হয় না সবার পক্ষে। তাই, ডেইলি লাইভের আজকের পোস্টে আপনাদের জন্য নিয়ে এসেছি— সেরা ৫টি অল্প পুঁজির বিজনেস আইডিয়া। টপ বিজনেস আইডিয়াগুলো কীভাবে অল্প পুঁজিতে বাস্তবায়ন করা যাবে, তা আজকে আপনারা জানবেন। চলুন শুরু করা যাক।

সেরা ৫টি অল্প পুঁজির বিজনেস আইডিয়া

ঘরোয়া খাবার ডেলিভারি

অল্প পুঁজির বিজনেস আইডিয়াগুলোর মধ্যে ঘরোয়া খাবার ডেলিভারি অন্যতম। খুব কম টাকায় এটি শুরু করা যাবে। আপনি যদি ভালো রাঁধতে পারেন তাহলে এটি আপনার জন্য। প্রচুর প্রফিট করতে পারবেন এটির মাধ্যমে। বাসায় তৈরি খাবার আপনি বিক্রি করতে পারবেন অনলাইনেও। এক্ষেত্রে আপনাকে সহায়তা করতে পারে— Foodpanda, Foodpeon, Cookups, Foodtong এর মতো অ্যাপসগুলো।

আরও পড়ুন: মেয়েদের ঘরে বসে রোজগারের সেরা ৫টি উপায়!

অনলাইনে বিক্রি করুন বেকারি পণ্য

অনলাইনে অতি অল্প টাকায় আপনি এটি শুরু করতে পারবেন। এই যে ধরুন— পেস্ট্রি, পাউরুটি , কেকসহ আরও অনেক কিছুই আপনি সহজে তৈরি করতে পারেন বাসায়। যদি না পারেন তাহলে ইউটিউব থেকেও শিখে শুরু করতে পারেন। আজকাল মানুষ ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানে অনলাইন থেকেই এসব পণ্য অর্ডার করেন। প্রচুর মানুষ শুধু অনলাইনে বেকারি পণ্য বিক্রি করেই হয়েছেল লাখপতি। তাহলে প্রিয় পাঠক, অল্প পুঁজির এই বেকিং বিজনেস শুরু করে দিন শীঘ্রই!

ফলের জুস বিক্রি

১ কেজি আপেল ধরুন ২৬০ টাকা। এক গ্লাস আপেলের জুসের দাম ৩০ টাকা। ১ কেজি আপেল থেকে আপনি তৈরি করতে পারবেন অন্তত ২০ গ্লাস জুস মানে ৬০০ টাকা! প্রফিট টা বুঝতে পারছেন? খুব কম ইনভেস্ট করেই আপনি এটি শুরু করতে পারেন কিন্তু। আপনি অনলাইন কিংবা অফলাইন দুই জায়গাতেই এই ব্যবসা করতে পারেন। ছোটোখাটো ফুড কোর্ট দিয়ে এটি শুরু করলে আপনার আর পেছনে ফিরে তাকাতে হবে না। শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাবারের গুণগত মানের ওপর নজর রাখবেন। তাহলেই হবে।

করতে পারেন মৃৎশিল্পের ব্যবসা

কালের বিবর্তনে মৃৎশিল্প হারিয়ে যেতে বসেছে। কম পাওয়া যায় জিনিসের চাহিদা কিন্তু বেশিই থাকে। খুব কম টাকা খরচ করে আপনি করতে পারেন মৃৎ শিল্পের ব্যবসা। এখনো বাংলাদেশে অনেক প্রত্যন্ত অঞ্চলে মানুষ কাজ করে মাটি নিয়ে। মাটির হাঁড়ি কিংবা বিভিন্ন জিনিসপত্র এখন ধনীদের বাংলোতে শোভা পায়। বুঝতে পারছেন তো লাভটা কোথায়? আপনি কম টাকায় গ্রাম থেকে ওগুলো সংগ্রহ করে অনলাইনে কিংবা অফলাইনে এগুলো সেল করতে পারবেন। আর আপনার বেশিরভাগ ক্রেতা হবে বড়োলোক। তাহলে দেরি না করে শুরু করুন এখুনি!

আরও পড়ুন: কাঁঠালের উপকারিতা ও অপকারিতা!

ব্লগিং করে আয়

অল্প পুঁজির ব্যবসার মধ্যে এটি সবচেয়ে বেশি লাভজনক। বিশ্বাস করুন, মাত্র দুয়েক হাজার টাকা খরচ করে আপনি শুরু করতে পারেন ব্লগিং। ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিয়ো আছে। অনলাইন ভিত্তিক এই কাজ করে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করছেন হাজারও মানুষ!

ব্লগিং শুরু করার জন্য আপনাকে শুরুতে ডোমেইন ও হোস্টিং কিনতে হবে। এটাই আপনার একমাত্র ইনভেস্টমেন্ট। এরপর ইউটিউব টিউটোরিয়াল দেখে, আপনি নিজে নিজেই ওয়ার্ডপ্রেস দিয়ে সুন্দর একটি ব্লগ সাইট বানিয়ে নিতে পারবেন। অন্য কাউকে দিয়ে বানালে সেদিকে আপনার কিছু টাকা খরচ হবে। সাইট রেডি হবার পর সবচেয়ে গুরত্বপূর্ণ কাজ হলো- কোয়ালিটিফুল ও ইউনিক ব্লগ কন্টেন্ট পাব্লিশ করা। আপনি নিজে কন্টেন্ট লিখতে পারলে সবচেয়ে বেস্ট! আপনি যে বিষয়ে ভালো জানেন কিংবা পারেন সেই টপিকেই ব্লগ কন্টেন্ট লিখতে পারেন। নিজে না লিখে অন্যকে দিয়ে লেখালে সেদিকেও আপনার টাকা খরচ হবে।

পর্যাপ্ত কন্টেন্ট হলে আপনি ব্লগ মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন। আবেদন অ্যাপ্রুভ হলেই আপনার অর্থ উপার্জন শুরু হয়ে যাবে। এক্ষেত্রে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাডসেন্সইজোয়িক, এই দুটি কোম্পানিকেই সাজেস্ট করব। এই দুটি অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করে অসংখ্য ব্লগার মাসে লাখ লাখ টাকা আয় করছেন।

ব্লগিং সম্পর্কে আমাদের কিছু পরামর্শ হলো— ব্লগিং এ হুট করে সফলতা আসে না! ৫-৬ মাস ধৈর্য ধরে কাজ করলে তবেই আপনি সফলতা পাবেন। আর ব্লগিং শুরু করতে ডোমেইন আর হোস্টিং ব্যতীত অন্য কোথাও ইনভেস্ট করা আদতে লস! সাইট বানানো, কন্টেন্ট রাইটিং এগুলো আগে নিজে ভালোভাবে শিখে নিন। এরপর ব্লগিং শুরু করুন। এতে আপনার অর্থ সাশ্রয় হবে, ব্লগে দ্রুত সফলতা আসার সম্ভাবনাও বাড়বে।

আরও পড়ুন: সেরা ৫টি কৃষি বিজনেস আইডিয়া!

*********

তো প্রিয় পাঠক, আশা করছি— সেরা ৫টি অল্প পুঁজির বিজনেস আইডিয়া; আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আপনার যেকোনো ধরনের প্রশ্ন কিংবা মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ডেইলি লাইভ সাইটের সাথে থাকুন সবসময়। আপনার দিনটি শুভ হোক।

ভালো লাগলে শেয়ার করুন:

1 thought on “সেরা ৫টি অল্প পুঁজির বিজনেস আইডিয়া!”

  1. সবগুলো আইডিয়াই ভালো, ইন্টারেস্টিং! আমার ইচ্ছে আছে টাকা জমিয়ে, ভবিষ্যতে বিজনেস করার।

মন্তব্য করুন:

Scroll to Top