সেরা ৫টি হরর সিনেমা!

সেরা ৫টি হরর সিনেমা!

সিনেমাপ্রেমীদের মাঝে জনপ্রিয় একটি জনরা হলো হরর জনরার সিনেমা। ভূত বা অতিপ্রাকৃত বিষয়ে বিশ্বাস না করলেও ভয় পান না এমন মানুষ খুব কম। ভয় পাক বা না পাক ভূতের গল্প শুনতে বা সিনেমা দেখতে প্রায় সবাই পছন্দ করে। তো, ডেইলি লাইভের আজকের পোস্টে আপনাদের জানাব— হাড় হিম করার মতো পৃথিবীর সেরা ৫টি হরর সিনেমা সম্পর্কে। অনেক সাহসীরাও এসব সিনেমা দেখতে গিয়ে ভয়ে কেঁপে ওঠেন। আপনি যদি আসলেই হরর মুভির ফ্যান হন, তবে নিজের ভয়কে উসকে দিতে দেখে নিতে পারেন এই মুভিগুলো। চলুন শুরু করা যাক!

হাড় হিম করা সেরা ৫টি হরর সিনেমা

১. দ্য এক্সরসিস্ট

“দ্য এক্সরসিস্ট” হলো একটি হরর ক্লাসিক মুভি যা এখনো পর্যন্ত নির্মিত সবচেয়ে ভয়ঙ্কর চলচ্চিত্রগুলির মধ্যে একটি। এই মুভিটি পরিচালনা করেছেন উইলিয়াম ফ্রিডকিন। মুভিটি ১৯৭৩ সালে মুক্তি পায় এবং দ্রুতই এটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে। দর্শকদের হাড় হিম করা ভয় দেখানোর ক্ষেত্রে এটি পুরোপুরি সফল হয় এবং এর জন্য সমালোচকদের অনেক প্রশংসা অর্জন করে।

এই সিনেমার গল্পটি রেগান নামক একটি ১২ বছর বয়সী কিশোরী মেয়েকে ঘিরে। যার শরীরে ভর করে একটি অশুভ আত্মা। ফলে তার মা মেয়ের আত্মাকে বাঁচাতে ও এই অশুভ আত্মা থেকে মুক্তি পেতে সাহায্যের জন্য দুই পুরোহিতের কাছে যান। শেষ পর্যন্ত ফাদার ড্যানিয়েল নিজের জীবন বিসর্জন দিয়ে মেয়েটিকে মুক্ত করেন। এর মধ্যেই ঘটতে থাকে হাড় হিম করা ভয়াবহ সব ঘটনা। এমনকি এই সিনেমা দেখে দর্শকরা ভয়ে অজ্ঞান হয়ে যেত বলে সিনেমা হলের বাইরে অ্যাম্বুলেন্স ব্যবস্থাও রাখা হয়েছিল সেসময়।

⏩ আরও পড়ুন: পছন্দের সিনেমা দেখার জন্য সেরা কয়েকটি ওয়েবসাইট!

এর অন্য একটি দিক যা “দ্য এক্সরসিস্ট” সিনেমাকে অন্যান্য হরর ফিল্ম থেকে আলাদা করে তা হলো এর শক্তিশালী অভিনয়। লিন্ডা ব্লেয়ারের রেগানের চরিত্রে চিত্রায়ন যে কারোরই ঘুম উড়িয়ে দিতে পারে। তার উলটো মাথার রক্ত লাল চেহারা দেখে আজও হৃদয় কেঁপে ওঠে দর্শকদের। মায়ের চরিত্রে অভিনেত্রী বাস্ট্রিনও চমৎকার অভিনয় করেছেন।

সামগ্রিকভাবে, “দ্য এক্সরসিস্ট” একটি হরর মাস্টারপিস যা সর্বকালের সেরা হরর মুভিগুলির তালিকার শীর্ষে স্থান পাওয়ার যোগ্য। এটি একটি ভয়ঙ্কর সিনেমা যা দেখার পরেও এর রেশ আপনার সাথে রয়ে যাবে।

আমাদের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ তার লেখক জীবনের শুরুর দিকে দ্য এক্সরসিস্ট বইটি বাংলায় অনুবাদও করেছিলেন, যা সেসময় সেবা প্রকাশনী থেকে বের হয়েছিল।

 ২. ইট ও ইট চ্যাপ্টার টু

বিশ্ববিখ্যাত ভৌতিক গল্পের লেখক স্টিফেন কিং এর উপন্যাস অবলম্বনে নির্মিত হয়  “IT”  (২০১৭) এবং এর সিক্যুয়েল “IT চ্যাপ্টার টু” (২০১৯)। উভয়ই দুনিয়া কাঁপানো দুটি হরর মুভি। এর আগে ১৯৯০ তেও স্টিফেনের উপন্যাসটি অবলম্বনে একটি মুভি তৈরি হলেও তা এতটা সাড়া ফেলতে পারেনি। অ্যান্ডি মুশিয়েটি পরিচালিত এই সিনেমাটি মুক্তির দিনই রেকর্ড সংখ্যক আয় করে, যা হরর ফিল্মের ইতিহাসে সর্বোচ্চ। গল্প শুরু হয় ডেরি নামক একটি গ্রামে হঠাৎ করেই কিছু মানুষের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া নিয়ে। ওই শহরেরই ৭ জন শিশু এই রহস্যের সমাধান করতে গিয়ে পেনিওয়াইজ নামক ভয়াবহ এক দানবের মুখোমুখি হয়, যে দেখতে সার্কাসের ভাঁড়ের মতন রূপ নিয়ে থাকে।

“IT”-এ আমরা পেনিওয়াইজকে পরাজিত করার জন্য বাচ্চাদের দলকে একসাথে দেখতে পাই, যারা তাদের অত্যন্ত সাহসিকতা এবং বুদ্ধিমত্তার জোরে পেনিওয়াইজের পতন করে। তবে পতন হলেও তার বিনাশ হয় না। তার আবারও ফিরে আসা নিয়েই তৈরি হয় এর সিক্যুয়েল৷ মুভিতে বিল স্কারসগার্ড পেনিওয়াইজ হিসাবে দারুন পারফরম্যান্স করেছেন, যা আইকনিক এই চরিত্রটিকে সম্পূর্ণ নতুনভাবে জীবন্ত করে তোলে।

“IT চ্যাপ্টার টু” ২৭ বছর পরের ঘটনা নিয়ে তৈরি হয়, যেখানে প্রথম পর্বে দেখানো শিশুরা সবাই প্রাপ্তবয়স্ক হিসেবে সামনে আসে। তারা আবারও পেনিওয়াইজের মুখোমুখি হওয়ার জন্য ডেরিতে ফিরে আসে। তারপর তাদের সাথে ঘটে যাওয়া সব ভয়ানক ও সাহসী ঘটনা নিয়েই গল্প এগিয়ে যায়।

যদি আপনি স্টিফেন কিং এর বইয়ের একজন অনুরাগী হন বা শুধুমাত্র একটি ভালো হরর সিনেমা খুঁজেন, তাহলে এই মুভিটি আপনার সময়ের জন্য উপযুক্ত।

৩. অ্যানাবেল

“অ্যানাবেল” – ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি মুক্তির পরপরই হরর মুভিপ্রেমীদের প্রিয় সিনেমার তালিকায় চলে আসে। এর আকর্ষক স্টোরিলাইন ও ভয়াবহ সব সিনের জন্য এটি সেরা হরর মুভির তালিকায় সহজেই উঠে আসে। এই মুভিটি নির্মাণ করেন বিখ্যাত মার্কিন নির্মাতা ডেভিড এফ স্যান্ডবার্গ, যিনি হরর জনরায় বেশ বিখ্যাত একটি নাম। কারণ তার বেশিরভাগ কাজই এসব অতিপ্রাকৃত ঘটনা নিয়েই। সিনেমায় দেখা যায় মিয়া নামক একজন সন্তানসম্ভবা নারীকে তার স্বামী একটি পুতুল উপহার দেন। প্রাচীন ঘরানার ডিজাইনে তৈরি এই পুতুলটি তার স্বামীর নিজের ডিজাইন করা। কিন্তু ভাগ্যের পরিহাসে মিয়ার কন্যা সন্তানটি পৃথিবীতে আসার কয়েক বছর পরই তার অপঘাতে মৃত্যু ঘটে। অপ্রাপ্তবয়স্ক সেই বালিকাটির আত্মা এত তাড়াতাড়ি পৃথবীর মায়া কাটাতে পারে না। আশ্রয় নেয় সেই পুতুলের ভেতরই এবং হয়ে ওঠে ভয়ংকর মানববিদ্বেষী। এরপর হাত বদল হয়ে সেই পুতুলটি পৌঁছায় আরেকজন নারীর হাতে, যিনি সেই পুতুলটি তার মেয়েকে উপহার দেন। তার মেয়ে ডোনা একজন প্রাপ্তবয়স্ক নার্সিং পড়ুয়া ছাত্রী। ডোনা ও তার রুমমেট অ্যাঞ্জি এরপর অনুভব করতে থাকে অতিপ্রাকৃত কিছু ঘটনা। পুতুলটি ডোনা ও অ্যাঞ্জিকে হত্যা করতে মরিয়া হয়ে ওঠে। এভাবেই এগোতে থাকে সিনেমাটির গল্প। এই সিনেমাটি এতটাই ভয়াবহ যে, এটি দেখতে গিয়ে পিলে চমকে যাবে যে কারোরই।

⏩ আরও পড়ুন: ওয়েন্সডে অ্যাডামস: অ্যা জার্নি টু অ্যাডাল্টহুড!

৪. হ্যালোইন

“হ্যালোইন” – ১৯৭৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি হরর সিনেমার তালিকায় সেরা পাঁচে থাকবেই। জন কার্পেন্টারের নির্মিত এই সিনেমাটিকে ভিত্তি করে পরবর্তীতে আরও বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করা হয়েছিল। এই সিনেমার গল্প এগিয়েছে একজন সাইকো খু’নিকে কেন্দ্র করে। এই খু’নি লোকটি ছোটোবেলাতেই প্রথম নিজের খু’নের হাতেখড়ি করে। নিজের কিশোরী বোনকে খু’ন করে পালিয়ে যায়। এরপর তার মধ্যে তৈরি হয় খু’নের নেশা। তারই ধারাবাহিকতায় সে একটি কিশোরী মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে খু’ন করার পরিকল্পনা করতে থাকে। এরপর সেই মেয়ে ও তার বন্ধুদের অনুসরণ করতে থাকে সে। এভাবেই ঘটাতে থাকে আরও ভয়াবহ সব ঘটনা।

৫. দ্য নান

“দ্য কনজিওরিং” সিনেমাটি যদি দেখে থাকেন তাহলে জানিয়ে রাখছি সেই সিনেমাটিরই অতীতের ঘটনা তুলে ধরে নির্মাণ করা হয়েছে “দ্য নান” সিনেমাটি। দ্য কনজিওরিং সিনেমায় কোথা থেকে শুরু হয়েছিল এসব রহস্য ও রক্তের সূচনা? জানতে দেখতে হবে দ্য নান। হররপ্রেমীদের কাছে এই সিনেমাটিও অত্যন্ত জনপ্রিয়। এই সিনেমাটি সুনিপুণভাবে পরিচালনা করেছেন পরিচালক কোরিন হার্ডি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার গল্প শুরু হয় ১৯৫২ সালে রোমানিয়ায় এক নানের রহস্যময় মৃত্যুকে নিয়ে। তার মৃত্যুর রহস্য নিয়ে তদন্ত করতে রোমানিয়ায় পাঠানো হয় আরেক নানকে। তার সাথেই প্রাচীন সেই চার্চে ঘটতে থাকে নানারকম রহস্যময় ও ভয়াবহ সব ঘটনা। এভাবেই এগোতে থাকে সিনেমাটির গল্প।

**********

প্রিয় পাঠক, এই ছিল— হাড় হিম করা সেরা ৫টি হরর সিনেমা সম্পর্কে বিস্তারিত! আজকের পোস্ট এই পর্যন্ত। পোস্টটি ভালো লাগলে পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এই ধরনের পোস্ট আরও পড়তে ডেইলি লাইভ সাইটে নিয়মিত চোখ রাখুন।

ভালো লাগলে শেয়ার করুন:

1 thought on “সেরা ৫টি হরর সিনেমা!”

মন্তব্য করুন:

Scroll to Top