সেরা ৫টি ২০০০ টাকায় ব্যবসা আইডিয়া!

সেরা ৫টি ২০০০ টাকায় ব্যবসা আইডিয়া!

সেরা ৫টি ২০০০ টাকায় ব্যবসা আইডিয়া নিয়ে ডেইলি লাইভে আমাদের আজকের আয়োজন। নিশ্চয় অবাক লাগছে শুনে! হয়তো ভাবছেন, ২০০০ টাকায় ব্যবসা আদৌ সম্ভব কিনা! হ্যাঁ প্রিয় পাঠক, অবশ্যই সম্ভব। Rokomari.com মাত্র ৫০০০ টাকায় তাদের যাত্রা শুরু করেছিল। আপনার ব্যবসা করার দৃঢ় মানসিকতা এবং প্রবল ইচ্ছে থাকলে আপনি ২০০০ টাকার মধ্যেই ব্যবসা শুরু করতে পারবেন।

আর লাভ নিয়ে ভাববেন না। ২০০০ টাকা দিয়ে ব্যবসা শুরুর দিন থেকেই ১০০০-১৫০০ টাকা করে লাভের নজির আছে। সাধারণত ২০০০ টাকায় ব্যবসাগুলো হয় প্রচুর চাহিদা সম্পন্ন, কিন্তু সহজলভ্য পণ্যের।

আসুন শুরু করি কিছু ফুটপাতে করা যায় এরকম ২০০০ টাকার মধ্যে ব্যবসা সম্পর্কে আইডিয়া নিয়ে।

কোনো ব্যবসাকেই ছোটো করে দেখার সুযোগ নেই। অনেক বড়ো ব্যবসা থেকেও এরকম লাভ করতে হিমশিম খেতে হয়, যেমনটা লাভ করা যায় অল্পপুঁজিতে ফুটপাতের ব্যবসা থেকে। এই ধরনের কিছু ব্যবসা হলো—

  • ঝালমুড়ি বিক্রি।
  • বাদাম বিক্রি।
  • শরবত বিক্রি।
  • চটপটি ও ফুচকার বিক্রি।
  • সিঙ্গারা, পিঁয়াজু, ছোলা ভাজা বিক্রি।
  • পিঠা বিক্রি।

ব্যবসাগুলো খুব অল্প পুঁজিতে শুরু করা যায়। শুরু থেকেই আপনি এসব ব্যবসা থেকে প্রচুর লাভ করতে পারবেন। আজাদ কিংবা আকিজার মতো প্রতিষ্ঠানের শুরুটা কিন্তু ফুটপাত থেকে হয়েছিল।

⏩ আরও পড়ুন: সেরা ৫টি কৃষি বিজনেস আইডিয়া!

এখন আসুন, আরও স্মার্ট এবং সেরা ৫টি ২০০০ টাকায় ব্যবসা আইডিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিই!

সেরা ৫টি ২০০০ টাকায় ব্যবসা আইডিয়া

চা পাতা ব্যবসা

পুঁজি: ২০০০ টাকা

লাভ: প্রথম থেকেই দৈনিক দুই থেকে তিন হাজার টাকা।

পাঠক হয়তো ভাবছেন, এরকম হলে সবাই-ই তো চা পাতার ব্যবসা করত। কেন করে না? করে না, কারণ হলো- ইগো। বাঙালির ইগো আকাশচুম্বী। ইন্টার পাস করলেই ছেলে-মেয়েরা ভাবে কৃষকরা মানুষ না। ওরা চাকর শ্রেণির। এজন্যই দেশে বেকারের সংখ্যা বেশি।

যাই হোক, চা পাতার ব্যবসা কীভাবে করবেন সংক্ষেপে বলি। চা পাতা আপনি পাইকারিতে পাবেন। যেকোনো ডিলার কিংবা পাইকারি দোকানেই চা পাতা পাবেন কম দামে। প্রতি ২৫ গ্রাম চা পাতা প্যাক করতে খরচ হবে আপনার মাত্র ১ টাকা করে। এরপর ভালো মুনাফা করে আপনি সেগুলো বিক্রি করতে পারবেন।

তবে সবচেয়ে বেশি লাভ করতে এবং এই ব্যবসাকে শক্ত অবস্থানে নিতে, আপনি আপনার এলাকার চায়ের দোকানগুলোকে টার্গেট করতে পারেন। তাদের সাথে গল্পগুজব করে প্রথমে জেনে নেবেন তারা কীরকম দামে চা পাতা কিনে। এরপর সুযোগ বুঝে, পুরোনো সাপ্লাইয়ারের চেয়ে কম দামে দোকানদারদের কাছে চা পাতা অফার করবেন। এক্ষেত্রে আপনি লাভের পরিমাণ কম রাখলেও আপনার জন্য ভালো। কারণ এসব দোকানে প্রতিদিন প্রচুর পরিমাণে চা পাতা লাগে, তাই ওদেরকে আপনি রেগুলার কাস্টমার বানাতে পারলে, গড়ে প্রচুর মুনাফা করা সম্ভব। তাছাড়া ব্যবসা স্ট্যাবলও হলো।

এছাড়াও আপনি, সিঙ্গেল কাস্টমারের কাছেও সেল করতে পারেন। বিজনেসটির প্রচার করুন অনলাইনে। আপনি ফেসবুক ব্যবহার করতে পারেন। বিক্রি বাড়লে ব্যবসা বড়ো করতে পারবেন।

⏩ আরও পড়ুন: সেরা ৫টি অল্প পুঁজির বিজনেস আইডিয়া!

চুলের জন্য প্রাকৃতিক তেল বিক্রি

পুঁজি: ২০০০ টাকা

লাভ: শুরুর দিকে প্রতিদিন কমপক্ষে ৫০০-১০০০  টাকা।

মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন তাদের চুল নিয়ে। বাজারের তেলে তাদের ভরসা নেই। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়।

আপনি সুযোগটাকে কাজে লাগিয়ে ঘরে বসেই ব্যবসাটি শুরু করতে পারেন। ইউটিউবেই হাজার হাজার ভিডিয়ো আছে প্রাকৃতিক উপাদান দিয়ে অর্গানিক তেল তৈরির।

তেল বানানো শিখে, আপনিও শুরু করতে পারেন অর্গানিক তেল বিক্রির ব্যবসা।

তেল তৈরির প্রক্রিয়াটি থেকে কিছু অংশ ভিডিয়ো করে ফেসবুকে দিতে পারেন। এরপর বুস্ট করবেন। এতে করে মানুষের আস্থা বৃদ্ধি পাবে। আপনি চিন্তাও করতে পারবেন না কী পরিমাণ অর্ডার আসবে এটির মাধ্যমে।

মাত্র ২০০০ টাকা দিয়েই এটি আপনি শুরু করতে পারবেন। ভালো মতো চালাতে পারলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না!

মাস্কের ব্যবসা

পুঁজি: ২০০০ টাকা

লাভ: শুরুর দিকে প্রতিদিন কমপক্ষে ৫০০-১০০০  টাকা লাভ করতে পারবেন।

বর্তমানে মাস্কের চাহিদার কথা নিশ্চয়ই জানেন। করোনা কালে অনেকে শুধু এই মাস্কের ব্যবসা করেই কোটিপতি হয়েছিল।

শুধুমাত্র ২০০০ টাকা ইনভেস্ট করেই আপনি মাস্কের ব্যবসা শুরু করতে পারেন। সার্জিক্যাল মাস্ক বিক্রি করবেন। ডিজাইন করাগুলো নয়। বেশিরভাগ মানুষ যাত্রা পথে ৫ টাকা দিয়ে সার্জিক্যাল মাস্কই কিনে নেয়। তাই আগে সার্জিক্যাল মাস্ক দিয়ে শুরু করুন। পরে আস্তে আস্তে ব্যবসার পরিধি বাড়াতে পারবেন।

২০০০ টাকায় ব্যবসা আইডিয়াগুলোর মধ্যে এটি অন্যতম।

⏩ আরও পড়ুন: সেরা ১০টি লসবিহীন বিজনেস আইডিয়া!

অনলাইনে পুরাতন বই বিক্রি

পুঁজি: ২০০০ টাকা

লাভ: ২০০০-৩০০০ টাকা দৈনিক।

বিশ্বাস করুন এটি অত্যন্ত আরামের এবং লাভজনক একটি ব্যবসা। ফেসবুকে একটি পেজ খুলেই আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। প্রচুর মানুষ চায় বই পড়তে। তবে অনেকেরই টাকা পর্যাপ্ত না থাকার কারণে তারা কম দামে পুরাতন বই কিনে নেয়।

এই সুযোগটি আপনি কাজে লাগান। বিভিন্ন এলাকায় পুরাতন বইয়ের লাইব্রেরি থেকে পাঠক প্রিয় বইগুলো খুঁজে বের করুন। এরপর ছবি তুলে দামসহ ফেসবুকে আপ্লোড দিন। এবার দেখুন অর্ডার কেমন আসে।

২০০০ টাকার বই আপনি ৫-৬ হাজার টাকায় বিক্রি করতে পারবেন। 

দেয়ালে এঁকে উপার্জন

পুঁজি: ২০০০ টাকা

লাভ: শুরুতে কম হলেও মাস চারেক পরে আপনি ৫০০০০-৬০০০০ টাকার অধিক লাভ করতে পারবেন মাসে।

একটু আনকমন হলেও শৌখিন মানুষের অনেক শখের একটা কাজ এটি।

আপনার যদি আঁকার হাত ভালো হয় তাহলে এটি আজই শুরু করতে পারেন। ইনভেস্ট করতে হবে শুধু আপনার গাড়ি ভাড়া আর রং-তুলির খরচে। ফেসবুক পেজ খুলে আপনার দেয়ালে আঁকাআঁকির ভিডিয়ো দিতে থাকুন। ফেসবুক রিলসে আপনি ভিডিয়োগুলো দিতে পারেন। একটা সময় আপনি ফেসবুক রিলস থেকেও ইনকাম করতে পারবেন! এছাড়া ইউটিউবে দিলে সেখান থেকেও ইনকাম হবে।

আর আপনার মূল কাস্টমার বিভিন্ন প্রতিষ্ঠান, রিয়েল অ্যাস্টেট কোম্পানি, বাড়ির মালিক; যারা নিজেদের দেয়ালে ক্রিয়েটিভ ডিজাইন বা ছবি চায়। স্যোশাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকলে আপনার কাস্টমার পেতে বেগ পেতে হবে না।

⏩ আরও পড়ুন: সেরা ৫টি অনলাইন পাইকারি বাজার!

**********

তো প্রিয় পাঠক, আশা করছি— সেরা ৫টি ২০০০ টাকায় ব্যবসা আইডিয়া শীর্ষক আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আপনার যেকোনো ধরনের প্রশ্ন কিংবা মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।  ডেইলি লাইভ সাইটের সাথে থাকুন সবসময়। আপনার দিনটি শুভ হোক।

ভালো লাগলে শেয়ার করুন:

1 thought on “সেরা ৫টি ২০০০ টাকায় ব্যবসা আইডিয়া!”

মন্তব্য করুন:

Scroll to Top