সেরা ৫টি অনলাইন পাইকারি বাজার!

সেরা ৫টি অনলাইন পাইকারি বাজার!

অনলাইন পাইকারি বাজার প্রচুর চাহিদা সম্পন্ন এবং বহুল প্রচলিত বর্তমান প্রেক্ষাপটে। সময় এবং পরিবহন খরচ বাঁচানোর জন্য অনলাইন ভিত্তিক পাইকারি বাজার পাচ্ছে তুমুল জনপ্রিয়তা। আপনার সময় বাঁচে অনলাইন পাইকারি বাজারের মাধ্যমে। সেজন্য উন্নত দেশগুলোতে এটির প্রচলন বেশি। বাংলাদেশেও অনলাইন পাইকারি বাজার থেকে জিনিসপত্র ক্রয় করার একটা প্রবণতা বাড়ছে। দেখুন, বাংলাদেশে অনেক অনলাইন পাইকারি বাজার আছে। এগুলোর মধ্যে— সেরা ৫টি অনলাইন পাইকারি বাজার নিয়ে ডেইলি লাইভের আজকের আর্টিকেলটি। আসুন প্রিয় পাঠক, শুরু করা যাক।

সেরা ৫টি অনলাইন পাইকারি বাজার

Esmart

  • সব ধরণের পণ্য এখানে পাবেন
  • Website: https://esmart.com.bd/
  • Contact: 09617778877, 09639376278, (Whatsapp) 01316448804

মোটামুটি সব ধরনের পণ্য আপনি এখানে পাবেন। কফি খাওয়ার মগ থেকে শুরু করে সব ধরনের যন্ত্রপাতি পাবেন এখানে। এখানে আপনি আরও কিনতে পারবেন সফটওয়্যারও!

তারা রাখছে পণ্য রিটার্নসহ রিফান্ড দেওয়ার সুবিধা। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনি পাবেন লাইভ চ্যাট, সরাসরি ফোন কল এবং মেইলের মাধ্যমে যোগাযোগ সুবিধা। ঢাকার মধ্যে পণ্য পেতে আপনার সময় লাগবে সর্বোচ্চ ৫ দিন। ৩ দিনেই সাধারণত তারা পণ্য পৌঁছে দেয়। আর ঢাকার বাইরে আপনি অর্ডারকৃত পণ্য ৭ দিনের মধ্যে পেয়ে যাবেন। গুণগত মান এবং ভোক্তার সুবিধার কথা তারা মাথায় রাখে।

এসব বিবেচনায় বলা যায়, এটি খুব ভালো একটি অনলাইন পাইকারি বাজার। অর্ডার করার আগে তাদের রেটিং আপনি দেখে নিতে পারেন। কিংবা গ্রাহকের সেবা পাওয়ার তথ্যগুলোও পর্যালোচনা করতে পারেন।

আরও পড়ুন: সেরা ৫টি কৃষি বিজনেস আইডিয়া!

Stylefes

  • শাড়ি, লুঙ্গি এবং মোটামুটি সব ধরনের কাপড়!
  • Website: https://stylefes.com
  • Contact: 01789384858

এই ওয়েবসাইটে আপনি পাবেন সব ধরনের দেশি-বিদেশি শাড়ি। সাথে পাবেন লুঙ্গি এবং অনেক ধরনের কাপড়ও! এদের পণ্যের মান খুবই ভালো। রিফান্ডসহ সহ আছে সারা বাংলাদেশে ৭২ ঘণ্টার মধ্যে পণ্য ডেলিভারি সুবিধা।

AristaExport

AristaExport কে আপনি ধরতে পারেন বিখ্যাত ওয়েবসাইট আলিবাবার বিকল্প হিসেবে। এই ওয়েবসাইটে আপনি পাবেন প্রিমিয়াম কোয়ালিটির সব এক্সপোর্টেট পণ্য। সাথে অসাধারণ কাস্টমার সার্ভিস তো আছেই। আমার বিশ্বাস আপনি AristaExport পছন্দ করবেন যদি তাদের কাছ থেকে কোনো পণ্য সংগ্রহ করে থাকেন।

Palamou

  • সব ধরনের পণ্য পাবেন
  • Website: https://palamou.com
  • Contact: 01873 000 305 (WhatsApp)

এদের রয়েছে নিজস্ব কুরিয়ার সার্ভিস। পাইকারি ধরে পণ্য কিনতে এই ওয়েবসাইটের জুড়ি মেলা ভার।

আরও পড়ুন: সেরা ৫টি অল্প পুঁজির বিজনেস আইডিয়া!

Daraz

Daraz বর্তমানে প্রচুর জনপ্রিয় একটি ইকমার্স ব্র্যান্ড, সেই সাথে অনলাইন পাইকারি বাজারের প্ল্যাটফর্ম। এখানে আপনি সবই পাবেন। দেশের বাইরের কিংবা ভেতরের সব ধরনের পণ্যই আপনি পাবেন। এখানে আরও আছে রিফান্ডের সুযোগ, যদি আপনার পণ্যটি ভালো না হয় কিংবা নষ্ট হয়।

Daraz সম্প্রতি অনেক নাম করেছে তাদের বিভিন্ন ধরনের অফারের জন্য। প্রায়ই তারা তাদের গ্রাহকদের জন্য চমকপ্রদ সব অফার নিয়ে হাজির হয়।

এগুলো দিনকে দিন তাদের গ্রাহক সংখ্যাও বৃদ্ধি করছে। বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের ওপর তারা বেশি অফার কিংবা ডিসকাউন্ট দিয়ে থাকে বেশি। দারাজের পণ্য ডেলিভারি কিংবা কুরিয়ার সিস্টেম, পণ্যের মান, কাস্টমার সার্ভিস, সব মিলিয়ে এটিকে দেশের এক নাম্বার ইকমার্স ব্র্যান্ড বানিয়েছে।

আপনি চাইলে চোখ বন্ধ করে দারাজ থেকে পণ্য কিনতে পারেন, তবে অবশ্যই অবশ্যই পণ্যটির কাস্টমার রিভিউ দেখে নেবেন।

অনলাইন পাইকারি বাজার শুধুই কি ভালো?

একটি দেশের জাতিগত অলসতার হার বোঝা যায় অনেক উপায়ে। এর মধ্যে একটি হলো অনলাইন বাজারের গ্রাহক বৃদ্ধির প্রবণতা। ধরুন আপনার সামর্থ্য আছে পাশের বাজার থেকে আপনার প্রয়োজনীয় পণ্যটি কেনার।

কিন্তু আপনি তা না করে অনলাইনে অর্ডার দিয়ে দিলেন। ভাবলেন, হেঁটে গিয়ে এটা কেনার দরকার কী। এগুলো খুবই খারাপ।

তাছাড়া অনলাইনে মাঝে মধ্যেই খারাপ জিনিস দেওয়া হয়। পণ্যের গুণগত মান অনেক সময় ঠিক থাকে না। ফোন অর্ডার করে অনেকে ইট পেয়েছেন, এমন ঘটনাও আছে।

আরও পড়ুন: সেরা ১০টি লসবিহীন বিজনেস আইডিয়া!

চিন্তা করে দেখুন কী অবস্থা! আমি নিজে একটা ইলেকট্রনিক্স পণ্য অর্ডার করেছিলাম। পণ্যটি পেয়ে খেয়েছিলাম মানসিক ইলেকট্রিক শক! তাই আপনাদেরকে অনুরোধ, সম্ভব হলে নিজের বাজার নিজে করুন। একটু হেঁটে গিয়ে, একটু কষ্ট করে! এতে আপনার শরীরটাও সুস্থ থাকবে। মনও ভালো থাকবে!

যেসব পণ্য আপনার আশেপাশে সহজে পাওয়া যায় না, অনেক দূর থেকে কিংবা শহরে গিয়ে গাড়িভাড়া খরচ করে আনতে হয়, এধরনের পণ্য অনলাইন থেকে কিনতে পারেন দেখেশুনে! অনেক সময় অনলাইনে অফারে কম দামে খুবই ভালো জিনিসও পাওয়া যায়! তাই বিভিন্ন অফারে চোখ রাখতে পারেন।

*********

তো প্রিয় পাঠক, এই ছিল— সেরা ৫টি অনলাইন পাইকারি বাজার সম্পর্কে বিস্তারিত। আশা করছি, আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আপনার যেকোনো ধরনের প্রশ্ন কিংবা মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ডেইলি লাইভ সাইটের সাথে থাকুন সবসময়। আপনার দিনটি শুভ হোক।

ভালো লাগলে শেয়ার করুন:

1 thought on “সেরা ৫টি অনলাইন পাইকারি বাজার!”

মন্তব্য করুন:

Scroll to Top